Bangla Lyrics
Pora Kolijate Lyrics (পোড়া কলিজাতে) Akash Mahmud
Pora Kolijate Lyrics By Akash Mahmud
Pora Kolijate Lyrics Is Bangla Song. This Song Is Sung By Akash Mahmud. Music Composed by Rohan Raj. This Song Lyric And Tune was Created By Ripon Mahmud And Rohan Raj.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Pora Kolijate – পোড়া কলিজাতে
Singer: Akash Mahmud
Lyrics: Ripon Mahmud
Tune & Music: Rohan Raj
Label: E-Sound Music
Pora Kolijate Song Lyrics In Bengali
আজরাইলো প্রাণটা নাইরে
থাইকা বাতাসে
তুইতো নিলি রাইখা মাথা
বুকের বাপাশে – ২ বার
খোদার কাছে চাইগো আমি
প্রতি মোনাজাতে – ২ বার
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে – ২ বার
বুকের মাঝে মুখ লুকাইয়া
কইতি চুপিসারে
তোরে কেউ মারতে চাইলে
আমায় যেন মারে – ২ বার
সেই আমারে যতন করে
মারলি নিজের হাতে – ২ বার
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে – ২ বার
যেই দাগাটা দিলিরে তুই
আমার সরল মনে
এমন দাগা করে যেন
দেইনা অন্যজনে – ২ বার
বুঝানো দাই কিযে জ্বালা
পোড়া কলিজাতে – ২ বার
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে বেঈমান
পরোকালেও হয় না যেন
দেখা তোর সাথে – ২ বার
পোড়া কলিজাতে গানের লিরিক্স
Aj roilo pranta naire
Thaika batase
Tuito nili raikha matha
Buker bapase
Khoder kache caigo ami
Proti monajate
Porokaleo hoy na jeno
Dekha tor sathe beiman
Porokaleo hoy na jeno
Dekha tor sathe
Buker majhe mukh lukaiya
Koiti chupisare
Tore keu marte chaile
Amay jeno mare