Bangla LyricsImran Mahmudul
Hiyar Majhe Tumi Lyrics (হিয়ার মাঝে তুমি) Imran Mahmudul
Hiyar Majhe Tumi Lyrics (হিয়ার মাঝে তুমি) Imran Mahmudul
Hiyar Majhe Tumi Lyrics by Imran Mahmudul
Hiyar Majhe Tumi Lyrics Is Bangla Song. This Song Is Sung By Imran. Music Composed by Rezwan Sheikh. This Song Lyric AndTune was Created By Shafiq Tuhin.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Hiyar Majhe Tumi – হিয়ার মাঝে তুমি
Singer : Imran
Lyrics & Tune : Shafiq Tuhin
Music Arrangement : Rezwan Sheikh
Drama : Bikrito Ponno Ferot Nohe
Label : Soundtek
Hiyar Majhe Tumi Lyrics In Bengali
থাকতে পাশে হয়নি জানা
ছিলাম তোমার আপন কতো
সব হারিয়ে ঠাঁই দাঁড়িয়ে
বুকে নিয়ে গভীর ক্ষত
মাঝ খানে দেয়াল
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি
আমার হিয়ার মাঝে
লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি – ২ বার
করোনা ক্ষমা এই অনুনয়
কাটেনা একাকী সময়
তোমাকে ছাড়া জীবন ছন্নছাড়া
বেঁচে থাকা যন্ত্রনাময় – ২ বার
মাঝ খানে দেয়াল
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি
আমার হিয়ার মাঝে
লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি – ২ বার
বুঝেও বুঝিনি কি করেছি ভুল
কি করে দেবো সে মাশুল
এসোনা ফিরে তুমি থেকোনা দূরে
ও আমার অভিমানী ফুল – ২ বার
মাঝ খানে দেয়াল
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি
আমার হিয়ার মাঝে
লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি – ২ বার
থাকতে পাশে হয়নি জানা
ছিলাম তোমার আপন কতো
সব হারিয়ে ঠাঁই দাঁড়িয়ে
বুকে নিয়ে গভীর ক্ষত
মাঝ খানে দেয়াল
দুই দিকে দুইটি জীবন
এভাবে জীবন আমি চাইনি
আমার হিয়ার মাঝে
লুকিয়ে ছিলে
দেখতে তোমায় পাইনি – ২ বার
হিয়ার মাঝে তুমি লিরিক্স
Thakte pashe hoyni jana
Chilam tomar apon koto
Shob hariye thai dariye
Buke niye gobhir khoto
Majhkhane deyal dui dike duiti jibon
Evabe jibon ami chaini
Amar hiyar majhe lukiye chile
Dekhte tomay paini
Korona khoma ei anunoy
Kate na ekaki somoy
Tomake chara jibon chonno chara
Beche thaka jontrona moy
Bujheo bujhini ki korechi bhul
Ki kore debo se mashul
Esho na fire tumi theko na dure
O amar obhimani ful