Bangla Lyrics
Ami Chaichi Tomay Lyrics (আমি চাইছি তোমায়) Arko Pravo Mukherjee
Ami Chaichi Tomay Lyrics (আমি চাইছি তোমায়) Arko Pravo Mukherjee
Ami Chaichi Tomay Lyrics By Arko Pravo Mukherjee
Ami Chaichi Tomay Lyrics Is Bangla Song. Cast: Arko, Shreema Bhattacharjee, Sayanta Modak.This Song Is Sung By Arko Pravo Mukherjee. This Song lyric & Tune Created By Dr. Parthapratim Mondal.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song: Ami Chaichi Tomay
Singer: Arko Pravo Mukherjee
Music Composer & Lyricist: Dr. Parthapratim Mondal
Cast: Arko, Shreema Bhattacharjee, Sayanta Modak
Ami Chaichi Tomay Song Lyrics In Bengali
আমি চাইছি তোমায় আরও একটু কাছে
আমি চাইছি তোমায় আরও একটু ক্ষণ
যদি থাকতে থাকতে ভালো লেগে যায় আমায়
থেকে যেতে বলবো তোমাকে তখন
তুমি গান গেয়ে বলতে চেয়েছো কিছু
আমি শুনেই গিয়েছি, বুঝতে পারিনি মানে
এসো আমার মনের গভীর গোপন কথা
আজ কথার ছলে বলবো তোমার কানে
আমি চাইছি তোমায় আরও একটু কাছে…
তুমি রেখোনা ওই মনে
কোন দ্বিধা দ্বন্দ ভর
তুমি রেখোনা ওই চোখে
কোন প্রশ্নপত্র আর (×২)
রাখো সকাল বিকেল তোমার
শুধু রাত দিও আমায়
আমি লিখব তাতেই স্বপ্ন
শুধু ভোরের কল্পনায়
আমি ভাববো তোমায় আরও আপন করে
আমি চাইব তুমি আমার হয়েই থেকো
যদি ভাবনা গুলোয় রং মেশাতে হয়
সেই রঙে শুধুই আমার ছবি এঁকো (×২)
আমি চাইছি তোমায় আরও একটু কাছে
আমি চাইছি তোমায় আরও একটু ক্ষণ
যদি থাকতে থাকতে ভালো লেগে যায় আমায়
থেকে যেতে বলবো তোমাকে তখন
থেকে যেতে বলবো তোমাকে তখন…
আমি চাইছি তোমায় আরও একটু কাছে লিরিক্স
Ami chaichi tomay aro ektu kache
Ami chaichi tomay aro ektu khon
Jodi thakte thakte valo lege jay amay
Theke jete bolbo tomake tokhon
Tumi gaan geye bolte cheyecho kichhu
Ami shunei giyechi, bujhte parini mane
Esho amar moner gobhir gopon kawtha
Aaj kawthar chhole bolbo tomar kane
Ami chaichi tomay aro ektu kache…
Hmm hmm
Tumi rekhona oi mone
Kono didha dondo vor
Tumi rekhona oi chokhe
Kono proshno potro aar
Rakho sokal bikel tomar
Shudhu raat diyo amay
Ami likhbo tatei swopno
Shudhu vorer kolponay
Ami vabbo tomay aro apon kore
Ami chaibo tumi amar hoyei theko
Jodi vabna guloy rong meshate hoy
Sei ronge shudhui amar chhobi enko