Bangla Lyricskabbik-kolpona-lyricsTahsin Ahmed
Kabbik Kolpona Lyrics (কাব্যিক কল্পনা) Tahsin Ahmed
Kabbik Kolpona Lyrics (কাব্যিক কল্পনা) Tahsin Ahmed
Kabbik Kolpona Lyrics Is Bangla Romantic Song. This Song Is Sung By Tahsin Ahmed.This Song Lyrics Created By Abdur Rahman Raziv.
Song Info
Title: Kabbik Kolpona
Lyrics: Abdur Rahman Raziv
Vocals,Composition & Music: Tahsin Ahmed
Lyrical Video done by Wali Hasan(Video Baba Productions)
Cover design: Syed Mahdi Rahman Tilok
Kabbik Kolpona Lyrics By Tahsin Ahmed
রোজ বিকেলে
খুব আনমনে
কে ডেকে যায় আমায় আড়ালে
এ মন ছুটে
তোমার শহরে
ভুলে অকারন শত বারনে
“তুমি আমার এক অজানা সুখের
অনুভবে মিশে থাকা নীরব প্রার্থনা
তুমি বুকের খুব গভীরে রাখা
কোন এক অচেনা কাব্যিক কল্পনা”
বৃষ্টি এলে পথটা ভুলে
হেটো আমার সাথে
মুঠো রোদে জড়াবো তোমায়
মন খারাপের দিনে
আগলে রবো ছায়া হয়ে
একলা মেঘ ছুঁয়ে
এলো চুলে হারাবো তোমার
ভালোবাসি বলে
যেন একাকী ইচ্ছেরা
চাইছে তোমায় অবেলায়।
“তুমি আমার এক অজানা সুখের
অনুভবে মিশে থাকা নীরব প্রার্থনা
তুমি বুকের খুব গভীরে রাখা
কোন এক অচেনা কাব্যিক কল্পনা”
কাব্যিক কল্পনা গানের লিরিক্স
roj bikele
khub anmone
ke deke jai amay arale.
e mon chute
tomar sohore
bhule okaron soto barone.