Bangla Lyricsporichito-sware-lyricsRahul Dutta
Porichito Sware Lyrics (পরিচিত স্বরে) Rahul Dutta
Porichito Sware Lyrics (পরিচিত স্বরে) Rahul Dutta
Porichito Sware Lyrics Is Bengali Song. This Song Is Sung By Rahul Dutta.This Song Lyrics Created By Manik Bera.
Song Dtails
Song : Porichito Sware
Vocals : Rahul Dutta
Lyrics : Manik Bera
Compositon : Sayantan-Souptik
Music Production : Sayantan-Souptik
Filmed By : Rohan Kumar Paul
Post Production : Bila Boy Entertainment
Channel Advisor : Bila Boy Entertainment
Porichito Sware Lyrics By Rahul Dutta
তুমি সাড়া দাও,
পরিচিত কোনো স্বরে।
তুমি ধরা দাও,
যার আদরে মন কাড়ে।
কাদা মাটি মেখে
ফুরিয়ে যেও না,
দিনের আলোয়
রাতের অন্ধকারে।
পরিচিত স্বরে
পরিচিত স্বরে
ছুঁয়ে নিয়ো মন
তাকে বারেবারে
পরিচিত স্বরে
এলো মেলো পথে,
ছেঁড়া ছেঁড়া মেঘ,
নীলাকাশে যায় ভেসে।
হেঁটেছি এ পথে,
ভুলেছি আবেগ,
অকারণে শুধু ভালোবেসে।
কাদা মাটি মেখে
ফুরিয়ে যেও না,
চলে গেছো,
তুমি আমায় একলা করে।
দীঘল চোখের
মায়া ভরা হাসি,
রাতের আঁধারে গেছে মুছে
ঝড় বোয়ে যায় দুটি চোখে,
চেনা চেনা কিছু সুখে অসুখে।
কাদা মাটি মেখে
ফুরিয়ে যেও না,
অভিমান ফেলে,
থেকো হৃদয় জুড়ে।
Porichito Sware Lyrics In Bengali
tumi sara dau
porichito kono sore
tumi dhora dau
jar adore mon kare
kada mati mekhe
furie jeona
diner aloy rater
ondhokare.