Bangla Lyrics
Ei Bhalobasha Tomake Pete Chai Lyrics (এই ভালোবাসা তোমাকেই) Sathi
Ei Bhalobasha Tomake Pete Chai Lyrics (এই ভালোবাসা তোমাকেই) Sathi
Ei Bhalobasha Tomake Pete Chai Lyrics Is Bangla Sathi Movie Song.Cast: Jeet and Priyanka. This Song Is Sung By Manu.This Song Lyrics Created By Gautam Sushmit.
Song Dtails
Song : Ei Bhalobasha Tomake Pete Chai
Film : Sathi
Singer : Manu
Music: S. P. Venkatesh
Lyrics : Gautam Sushmit
Direction : Haranath Chakraborty
Story: Manotosh Chakrabarty
Producer : SVF Entertainment Pvt. Ltd
Music Label : SVF Music
Ei Bhalobasha Tomake Pete Chai Lyrics In Bengali
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে?
হো.. কবে তুমি নাম ধরে ডাকবে
কবে তুমি হাতে হাত রাখবে?
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়,
সেই আশাতে দিন কাটাতে
মন শুধু চায়।
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
কেন তুমি আছো বহুদুরে
দাও ধরা এসে বাহুডোরে,
ও.. কেনো তুমি আছো বহুদূরে
দাও ধরা এসে বাহুডোরে,
এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই,
এই কবিতা সেই বার্তা
লিখে দিয়ে যাই,
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়
এই ভালোবাসা তোমাকেই পেতে চায়,
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়
ওই দুটি চোখ যেন কিছু বলে যায়।
এই ভালোবাসা তোমাকেই পেতে চায় লিরিক্স – সাথী
Ei Bhalobasha Tomake Pete Chai
Ei Valobasa Tomake Pete Chay
Oi duti chokh jeno kichu bole jay.
Kobe tumi naam dhore dakbe
Kobe tumi haate haat rakhbe
Sei ashate din katate
Mon shudhu chaay.
Keno tumi acho bohudure
Dao dhora ese bahudore
Ei kobita sei barta likhe diye jai
Ei Bhalobasa Tomake Pete Chay.