Bangla Lyrics

Sobai To Sukhi Hote Chai Lyrics (সবাই তো সুখী হতে চাই) Manna Dey

Sobai To Sukhi Hote Chai Lyrics (সবাই তো সুখী হতে চাই) Manna Dey


Sobai To Sukhi Hote Chai Lyrics (সবাই তো সুখী হতে চাই) Manna Dey   


Sobai To Sukhi Hote Chai Lyrics Is Bangla Puja Hits Volume 84 Album Rabindra Sangeet.This Song Is Sung By Manna Dey.This Song Lyrics Created By Jahar Mazumder.


Song Dtails

Song: Sabai To Sukhi Hote Chay
Album Title: Puja Hits Volume 84
Artist: Manna Dey
Music Director: Prabhas Dey
Lyricist: Jahar Mazumder
Label:: Saregama India Ltd

Sobai To Sukhi Hote Chai Lyrics By Manna Dey

সবাই তো সুখী হতে চাই 
সবাই তো সুখী হতে চায়, 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চাই। 

আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি 
আশায় আশায় তবু এই আমি থাকি,
যদি আসে কোনোদিন সেই সুখপাখি । 
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না, 
সবাই তো সুখী হতে চাই। 

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়?
রাধা সুখী হয়েছিল সেই শ্যাম রায়। 
আমিও রাধার মতো ভালোবেসে যাবো,
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয় না।

সবাই তো সুখী হতে চাই 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।
জানিনা বলে যা লোকে সত্যি কিনা?
কপালে সবার নাকি সুখ সয় না।
সবাই তো সুখী হতে চাই 
তবু কেউ সুখী হয়, কেউ হয়না।

সবাই তো সুখী হতে চাই লিরিক্স

sobay to sukhi hote chay
tobu keu sukhi hoy keu hoyna
janina bole ja loke sotti kina
kopale sobar naki sukh soy na

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button