Bangla Lyrics
Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) F A Sumon
Ekla Jabo Purey Lyrics (একলা যাবো পুড়ে) F A Sumon

Ekla Jabo Purey Lyrics By F A Sumon
Ekla Jabo Purey Lyrics Is Bangla Sad Song.This Song Is Sung By F A Sumon.This Song Lyrics Created By Sayed Rahman.
Song Dtails
Song : Ekla Jabo Purey
Singer : F A Sumon
Lyric : Sayed Rahman
Tune & Music : F A Sumon
Label : F A Sumon Official
poster : Momin Islam
Edit By Antor Hasan
post : S2 Pixel
Ekla Jabo Purey Song Lyrics In Bengali
ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)
ভেতর বলিস বাহির বলিস
তুইতো আমার সব
জানে সবাই জানে মন
জানে আমার রব
তুই বিহনে, খুব গোপনে
একলা যাবো পুড়ে
ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)
বুকের জমিন তোর লাগিয়া
করে সুখের চাষ
সেই জমিনে তুই না এলে
হইব সর্বনাশ (২ বার)
স্বর্গ-নরক খুঁজিনাতো
খুঁজি তোরই মন
চাইনা ছিড়ুক কোন ঝড়ে
আত্মার এ বাঁধন
ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে
তুই বিহনে মন গহিনে
থাকবে নারে সুখ
একলা ঘরে কুরে কুরে
খাবে স্মৃতির দুখ (২ বার)
নিজের হাতে ভালোবাসার
দিসনারে কবর
পারবো নারে সইতে বুকে
তোর ব্যথার আঁচর
ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে
ভেতর বলিস বাহির বলিস
তুইতো আমার সব
জানে সবাই জানে মন
জানে আমার রব
তুই বিহনে, খুব গোপনে
একলা যাবো পুড়ে
ও প্রিয়া ও প্রিয়া রে তুই
থাকিসনা আর দূরে
ভালোবেসে কাছে এসে
দিসনা ধুলোয় ছুড়ে (২ বার)
একলা যাবো পুড়ে লিরিক্স
O priya o Priya re tui
Thakisna ar dure
Bhalobase kache ese
Disna dhuloy chure
Bhetor bolish bahira bolish
Rui amar sob
Jane sobai jane mon
Jane amar rob
Tui bihone, kub gopone
Ekla jabo pure
O priya o Priya re tui
Thakisna ar dure
Bhalobase kache ese