Bangla Lyrics

Elomelo Din Lyrics (এলোমেলো দিন) Anwesshaa | Manomay Bhattacharya

Elomelo Din Lyrics (এলোমেলো দিন) Anwesshaa | Manomay Bhattacharya 

Elomelo Din Lyrics By Anwesshaa And Manomay Bhattacharya

Elomelo Din Lyrics Is Bangla Song. This Song Is Sung By Anwesshaa And Manomay Bhattacharya. Music Composed by Anwesshaa Dattagupta. This Song Lyric was Created By Anwesshaa Dattagupta.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song : Elomelo Din – এলোমেলো দিন
Singers : Anwesshaa And Manomay Bhattacharya
Lyrics And Composition : Anwesshaa Dattagupta
Music producer : Somnath Chakraborty 
Flute : Soumyojyoti Ghosh
Guitar And guitar lele : Somnath Chakraborty 
Direction And Screenplay : Tisha Bhattacharya And Gaurav Gupta
Cinematography : Krishnendu Roy
Make-up and hair : Ayan Mishra
Edit And D.I : Gaurav Gupta (Sangeet Studio)

Elomelo Din Song Lyrics In Bengali

এলোমেলো দিন ভাবনা বিহীন 
ছুটে চলে যায় কিসের তাড়ায়
এলোমেলো দিন ভাবনা বিহীন 
ছুটে চলে যায় কিসের তাড়ায়
কোনো একদিন হঠাৎ করে 
পালিয়ে যাবো এসব ছেড়ে। 
তাড়াহুড়ো তাই বড্ড বেশি 
হারিয়ে যাওয়ার নিজেকে পাওয়ার
তুমি আমাকে যেমন করে
আগলে রাখো মাতাল হাওয়াকে 
আমি রাখবো হো
এলোমেলো দিন ভাবনা বিহীন 
ছুটে চলে যায় কিসের তাড়ায়
এলোমেলো দিন।
মনটা ময়ূর হতে পারে যেখানে 
সে আষাঢ়ের দেশটা জানি সেখানে
পথ হারানোর ভয়ে পথ হারাবো 
গৃহহারা হয়ে ঠিকানা পাবো। 
চাইছি খোলা হাওয়া টুকরো বিষন্নতা 
রোদ বৃষ্টি আর তোমায়
এলোমেলো দিন ভাবনা বিহীন 
ছুটে চলে যায় কিসের তাড়ায়।
মাঝে মাঝে নীরবতা আপন হয় 
অভিমানী প্রভাতে
প্রেম যে শুধু আদরে আছে তা নয়
আছে তোমার আঘাতে। 
তাই চলোনা আজ দুজনে 
সেই শহরে ডাক পাঠাই
যেখানে ভালোবাসার মানে 
লেখা যাবে অন্য ভাষায়। 
কোনো একদিন হঠাৎ করে 
পালিয়ে যাবো এসব ছেড়ে
তাড়াহুড়ো তাই বড্ড বেশি 
হারিয়ে যাওয়ার নিজেকে পাওয়ার
তুমি আমাকে যেমন করে
আগলে রাখো মাতাল হাওয়াকে 
আমি রাখবো হো
এলোমেলো দিন লা লা লা
লালা লালা লা  লা
এলোমেলো দিন  লা।
এলোমেলো দিন গানের লিরিক্স – অন্বেষা এবং মনোময় ভট্টাচার্য

Elomelo din vabna bihin
Chute chole jaay kiser taray
Kono ekdin hotath kore
Paliye jabo eshob chere
Tarahuro tai boddo beshi
Hariye jaowar nijeke paowar
Tumi amake jemon kore
Aagle rakho matal hawake
Ami rakhbo
Monta mayur hote paare jekhane
Se asharer deshta jani sekhane
Poth haranor bhoye poth harabo
Grihohara hoye thikana pabo
Chaichi khola hawa tukro bishonnota
Rod bristi aar tomay
Elomelo din vabna bihin
Chutey chole jay kiser taray
Majhe majhe nirobota apon hoy
Obhimani probhate
Prem je shudhu adore ache taa noy
Ache tomar aghate
Tai cholo aaj dujone
Sei shohore daak pathai
Jekhane valobashar maane
Lekha jaabe onno bhasay
Elomelo din bhabna bihin
Chute chole jay kiser taray.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button