Bangla Lyrics
Pherari Mon Lyrics (ফেরারী মন) Antaheen | Shreya Ghoshal
Pherari Mon Lyrics (ফেরারী মন) Antaheen | Shreya Ghoshal

Pherari Mon Lyrics By Shreya Ghoshal And Babul Supriyo
Pherari Mon Lyrics Is Bangla Antaheen Movie Song.Cast: Sharmila Tagore, Aparna Sen, Kunal Roy, Rahul Bose, Radhika Apte.This Song Is Sung By Shreya Ghoshal And Babul Supriyo.This Song Lyrics Created By Anindya Chattopdhyay, Chandril Bhattacharya.
Song Dtails
Song: Pherari Mon
Film: Antaheen
Singers: Shreya Ghoshal, Babul Supriyo
Music: Shantanu Moitra
Lyricists: Anindya Chatterjee, Chandril Bhattacharya
Starring: Radhika Apte, Rahul Bose, Aparna Sen
Label :: Saregama India Ltd
Pherari Mon Song Lyrics In Bengali
আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, রেখে যায়
কিছু মিছু রাত
পিছু পিছু টান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, রেখে যায়
ধীরে ধীরে ঘুম
ঘিরে ঘিরে গান, ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
আহা হা আহা হা
ছোট ছোট দিন
আলাপে রঙিন, নুড়িরই মতন
ছোট ছোট রাত
চেনা মৌতাত, পলাশের বন…আহা
অগোছালো ঘর, খড়কুটোময়
চিলেকোঠা কোণ
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
হুমম… হুমম… হুমম… হুমম…
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
কিছু মিছু রাত
পিছু পিছু টান অবিকল
আলো আলো রং
জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
গুঁড়ো গুঁড়ো নীল, রং পেন্সিল
জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ, আগুন ছোঁয়াচ
ঢেকেছে আঁচল…আহা
ফুটপাতে ভিড়, জাহাজের ডাক
ফিরে চলে যায়
আহা হা আহা হা
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন ফেরারী মন
বেজে গেছে কখন সে টেলিফোন
আলো আলো রং
জমকালো চাঁদ, ধুয়ে যায়
চেনাশোনা মুখ
জানাশোনা হাত, ছুঁয়ে যায়
আজও আছে গোপন
ফেরারী মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
বেজে গেছে কখন সে টেলিফোন…
ফেরারী মন লিরিক্স
Aalo aalo rong
Jomkalo chand, dhuye jay
Chena shona mukh
Jana shona haat, chhuye jay
Dhire dhire ghum
Ghire ghire gaan rekhe jay
Kichhu michhu raat
Pichhu pichhu taan deke jay
Ajo ache gopon
Ferari mon
Beje geche kokhon
Se telephone
Chhoto chhoto din
Alape rongin, nuriri moton
Chhoto chhoto raat
Chena moutat, polasher bon…aha
Ogachhalo ghawr khorkuto moy
Chilekotha kon
Aha ha aha ha
Kotha chilo hete jabo chayapoth
Hmm hmm hmm hmm
Pherari mon
Beje geche kokhon
Se telephone