Bangla Lyrics
Prashchitto Lyrics (প্রাশ্চিত্ব) Tanveer Evan | Sad Song
Prashchitto Lyrics (প্রাশ্চিত্ব) Tanveer Evan | Sad Song

Prashchitto Lyrics By Tanveer Evan
Prashchitto Lyrics Is Bangla Song.This Song Is Sung By Tanveer Evan.This Song Lyrics And TuneCreated By Tanveer Evan.
Song Dtails
Song : Prashchitto | প্রাশ্চিত্ব
Singer : Tanveer Evan
Lyrics : Tanveer Evan
Composer : Piran khan
Prashchitto Song Lyrics In Bangla
চলেই যদি যেতে,
তবে কেনো এসেছিলে?
পেয়ে হারানোর বেদনা,
কেনো আমাকে শেখালে?
তবু তুমি ওই দূরে,
আজ অন্যের হয়ে
হয়তো বা বাসছো ভালো,
আজ তাকে পেয়ে
সারাদিন, সারারাত,
আমি কেনো তোমায় ভাবছি?
অল্পতেই তোমার প্রেমে,
কেনো আমি পড়েছি?
তুমি আর তো কারো নয়,
শুধুই আমার
তুমি আর তো কারো নয়,
শুধুই আমার
তবু তুমি ওই দূরে,
আজ অন্যের হয়ে
হয়তো বা বাসছো ভালো,
আজ তাকে পেয়ে
আর কতরাত, কতদিন,
আমি তোমাকে ভাববো?
কিভাবে তোমার ছোঁয়া,
আমি মুছে দিবো?
শত প্রার্থনায়,
বিধাতার কাছে বলতে চাই
তোমাকে আজ আমি,
ভুলে যেতে চাই
বিধাতা তুমি দেখছো,
আমি কষ্টে আছি
তবু কেনো তাকে,
এত দূরে নিচ্ছো?
ও খোদা,
সেতো আমার ছিলো আগেে
আজ কেনো,
তার হাতগুলো অন্যের হাতে
তবু তুমি, এই মনে থেকে যাবে
মৃত্যুর আগে এসে,
একবার দেখে যাবে
প্রাশ্চিত্ব লিরিক্স