Bangla LyricsSamz Vai
Chokher Niche Kalo Dag Lyrics (চোখের নিচে কালো দাগ) Samz Vai Song
Chokher Niche Kalo Dag Lyrics (চোখের নিচে কালো দাগ) Samz Vai Song

Chokher Niche Kalo Dag Lyrics By Samz Vai
Chokher Niche Kalo Dag Lyrics Is Bangla Rap Song.Starring: Tuhin Chowdhury, Xara Noor, Sobuj Ahmed.This Song Is Sung By Samz Vai.This Song Lyrics & Tune Created By Samz Vai.
Song Dtails
Song: Chokher Niche Kalo Dag
Singer: Samz Vai
Lyrics & Tune: Samz Vai
Music: Ankur Mahamud
Starring: Tuhin Chowdhury,
Xara Noor, Sobuj Ahmed
Dop: Md. Sujon
Edit & Color: Bappi
Story: Eagle Team
Label: Eagle Music
Chokher Niche Kalo Dag Song Lyrics In Bengali
খেয়ালের আড়ালে কালো চাঁদ উঠেছে
আর আমি বোকা জবাফুল হয়ে গেছি মরে আদলে
নির্বাক ঐ চাহনীর নিচে জমে থাকা ধুলোয়
মুছে গেছে আমার ছবিটা এক উত্তপ্ত বিকেলে।
এই আমি পাথর নই তবু কেন ভেঙ্গে চুরমার করে দিলি
তোর সেই কালোজাদুর মায়াতে কেন মরে কব্জা করে নিলি?
পারবি কি তুই,
চোখের নিচের কালোদাগ আমার মুছে দিতে ?
পারবি কি তুই,
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে..?
আমি আজ বড় অসহায় তুই হারাতে
কেনো করলি এত অভিমান ভালোবাসাতে।
Rap…
আমার অপরাগ এই লাশ ,সামলায় মাসের পর মাস
না দিলি পুরা মাটি ,পারলে কবর দিয়া যাস
পুরাটা জং ধরেছে মনে ,ভেলকি যা দেখাইলি গোপনে
আমার নরম বুকটা পাইয়া করলি, তুই সুখ-দুঃখের চাষ
আমার মনটারে কি পাইছিলি তুই গুলিস্তানের বাজার
নানান হিসাব-নিকাশ কইরা পরে,কেন মুখ ফিরাইলি আবার?
স্মৃতি সর্প হইয়া ধংশন করে, রাইত বিরাইতের সনে
এতসব আদরের ডাক ভুইলা, এখন তুই কেমনে ডাক’স আমারে
আমার, ঘুড়ির মত জীবন দিলি সুতাটারে ছাইড়া
বিশ্বাস কর পারবনা কেউ তোরে ,ভালোবাসতে আমার মতো কইরা
জীবন আর মায়ার ব্যাখ্যা ,সবই তো আজ বুইঝা গেছি
নিঃশ্বাস টারে ভালোবাইসা, লাশের মতো বাইচা আছি।
এত ভালোবাসা দিয়া কেনো গেলি আড়াল হইয়া
আছি তোরই অপেক্ষাতে দেখ নারে আসিয়া
যায় কিরে তোর সময় ভালো আমারে ছাড়িয়া
আমার দুঃখ আমি বইলাম দেখলি না চাহিয়া
দুঃখ গুনে দিন চলে যায় রাতের পরে রাত
যত্ন করে রেখেছি সব তোর দেওয়া আঘাত
পারবি কি তুই,
চোখের নিচের কালোদাগ আমার মুছে দিতে..?
পারবি কি তুই,
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে..?
আমি আজ বড় অসহায় তুই হারাতে
কেনো করলি এত অভিমান ভালোবাসতে
এই আমি পাথর নই তবু কেন ভেঙ্গে চুরমার করে দিলি..?
তোর সেই কালোজাদুর মায়াতে কেন মোরে কব্জা করে নিলি..?
পারবি কি তুই,
চোখের নিচের কালোদাগ আমার মুছে দিতে..?
পারবি কি তুই,
মৃত্যুর কোল থেকে ফিরিয়ে নিয়ে আমায় আবার সাজাতে..?
চোখের নিচে কালো দাগ লিরিক্স – সামজ ভাই
Kheyaler Arale Kalo Cad Utheche
Ar Boka JobaFull Hoye Gechi Adole
Nirbak Oi Chahonir Niche Jome Thaka Dhuloi
Muche Geche Chobita Ek Uttopto Bikele
Ai, Ami Pathor Noi Tobu Keno Venge Churmar Kore Dili
Tor, Sei KaloJadur Mayate Keno More Kobja Kore Nili
Parbiki Tuy ,
Chokher Nicher Kalo Dag Amar Muche Dite
Parbiki Tuy,
Mittur Kol Teke Firiye Niye Amai Abar Sajate
Ami Aj Boro Osohay Tui Harate
Keno Korli Eto Oviman Valobasate