Bangla Lyrics
Har Mana Har Lyrics (হার মানা হার) Srabani Sen | Rabindra Sangeet

Har Mana Har Lyrics By Srabani Sen And Rabindra Sangeet
Har Mana Har Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Srabani Sen. Music Created by Rabindranath Thakur. This Song Lyrics was Created By Rabindranath Thakur.
Song Details
Song: Har Mana Har – হার মানা হার
Singer: Srabani Sen
Lyrics: Rabindranath Thakur
Composition: Rabindranath Thakur
Music Label: T-Series
হার মানা হার গানের লিরিক্স – শ্রাবণী সেন
হার মানা হার পরাবো তোমার গলে
হার মানা হার পরাবো তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার মানা হার পরাবো তোমার গলে।
জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যাথায় ফাটিয়া পড়িবে প্রাণ
শুন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
পাষান তখন গলিবে নয়ন জলে
হার মানা হার পরাবো তোমার গলে
শতদল দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিন তরে।
আকাশ জুড়িয়া চাহিবে কাহার আঁখি
ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
গভীর মরণ লভিব চরণতলে।
হার মানা হার পরাবো তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার মানা হার পরাবো তোমার গলে।
Har Mana Har Lyrics In Bengali
Har mana har poravo tomar gole
Har mana har poravo tomar gole
Dure robo koto apon bolero chole
Har mana har poravo tomar gole
Janj ami jani bhese jabe obhiman
Nibiro byethay fatiya poribe pran
Shunyo hiyar bashite bajibe gaan
Pashan tokhon golibe noyono jole
Har mana har poravo tomar gole
Shoto dolo dolo khule jabe thore thore
Lukano robe na modhu chirodin tore
Akash juriya chahibe kahar aakhi
Ghorero bahire nirobe loibe daki
Kichui sedin kichui robe na baki
Gobhir moron lobhibo chorono tole
Har mana har poravo tomar gole
Dure robo koto apon bolero chole
Har mana har poravo tomar gole.
হার মানা হার গানটি গেয়েছেন শ্রাবণী সেন। মিউজিক তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের কথা ও সুর তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।