Bangla Lyrics
Jokhon Lyrics (যখন লিরিক্স) Arafat Mohsin | Youtumer
Jokhon Lyrics (যখন লিরিক্স) Arafat Mohsin | Youtumer

Jokhon Lyrics By Arafat Mohsin From Youtumer Web Series
Jokhon Lyrics Is Bangla Youtumer Web Series Song.This Song Is Sung By Arafat Mohsin.This Song Lyrics Created By Rasel Mahmud.
Song Dtails
Song : Jokhon
Singer: Arafat Mohsin
Movie: Youtumer
Lyrics: Rasel Mahmud
Music: Arafat Mohsin
Jokhon Song Lyrics In Bengali
যখন কোলাহল ডুবে যায় আঁধারে,
আর শুন্যতা বাড়ে আকারে,
হৃদয় জুড়ে হাহাকার।
তখন হঠাৎ লাগে সব অচেনা,
কেউ এসে কান্না মুছে না,
থেকেও সমান না থাকার।
এখন স্বপ্ন ভাঙ্গা মনটা হারায়
রাতের তারায়।
এ ক্ষন ধূসর রঙ্গা
কষ্টরা হায় সীমানা ছাড়ায়।
যখন কোলাহল ডুবে যায় আঁধারে,
আর শুন্যতা বাড়ে আকারে,
হৃদয় জুড়ে হাহাকার।
যখন হঠাৎ লাগে সব অচেনা,
কেউ এসে কান্না মুছে না,
থেকেও সমান না থাকার।
এখন স্বপ্ন ভাঙ্গা মনটা হারায়
রাতের তারায়।
এ ক্ষন ধূসর রঙ্গা
কষ্টরা হায় সীমানা ছাড়ায়।
যখন লিরিক্স
Jokhon kolahol dube jay adhare
ar sun’yata bare akare
hrdaya jure hahakara
Tokhon hathaṯ lage saba acena
ke’u ese kanna muche na
theke’o samana na thakara