Bangla Lyrics

Tumihina Mon Lyrics (তুমিহিনা মন) Habib Wahid | Zarin

Tumihina Mon Lyrics (তুমিহিনা মন) Habib Wahid | Zarin


Tumihina Mon Lyrics (তুমিহিনা মন) Habib Wahid | Zarin   

Tumihina Mon Lyrics By Habib Wahid And Zarin

Tumihina Mon Lyrics Is Bangla Song.This Song Is Sung By Habib Wahid And Zarin.This Song Lyrics Created By Amita Karmoker.


Song Dtails

Song : Tumihina Mon
Tune : Habib Wahid
Composed, Produced & Arranged : Habib Wahid
Lyrics : Amita Karmoker
Label : Habib Wahid

Tumihina Mon Song Lyrics In Bengali

এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না ?
তুমি হীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানি না কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝোনা ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজোনা ?
আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে। 
ও.. আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে, 
তোমায় ভেবে জমছে কথা
বাড়ছে কেবল গভীর ব্যাথ্যা। 
রইবো পথো পানে চেয়ে
এ মন মেঘে গেলে ছেয়ে,
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে যাই ..
তুমিহীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানি না কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বল তুমি কিছু বোঝো না ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না ?
যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে,
যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে,
আমি তোমায় পাই যে খুঁজে
একলা মনের অনুভবে। 
মন খারাপের ভীষণ ভারে
তোমায় ভাবি বারে-বারে,
ডুবলে বেলা ওই আঁধারে
কাছে চাই ..
তুমি হীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানিনা কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বল তুমি কিছু বোঝোনা ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজোনা ?
তুমিহীনা মন লিরিক্স – হাবিব ওয়াহিদ ও জেরিন
E mon shudhu khoje tomake
Keno bolo tumi kichu bojhona
Ami dubi tomar majhe
Tobu keno tumi amay khojo na
Tumiheena aajo e hridoy
Biroho bethay jaay cheye jaay
Janina kon se onole
E mon jwole pure jaay
Ami tomay khujte gele
Megh je aral kore fele

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button