Bangla Lyrics
Bablu Da Lyrics (বাবলু দা) Keshab Dey | Pralay Sarkar
Bablu Da Lyrics (বাবলু দা) Keshab Dey | Pralay Sarkar
Bablu Da Lyrics By Keshab Dey
Bablu Da Lyrics Is Bangla mp3 Song. This Song Is Sung By Keshab Dey. This Song lyric was Created By Pralay Sarkar.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Bablu Da – বাবলু দা
Singer : Keshab Dey
Lyrics & Composition : Pralay Sarkar
Arrangement : Samanway Samanta
Mix & Mastering : Suraj (Mumbai)
Audio Label : Splash Premiere
Vox Dub – KD’s Music Planet
Bablu Da Song Lyrics In Bengali
জানলা দিয়ে চেয়ে চেয়ে
বাবলু কাকু তোমার মেয়ে
মিষ্টি করে করলো রিকোয়েস্ট
পিসলে গেলাম আমি, জড়িয়ে খেতে হামি
দুইজনাতে করতে গেলাম ফেস্ট (২ বার)
আগুনের পরশ পেলো বেঞ্চি
আবেগে কুঁচকে গেলো গেঞ্জি
মেয়ে তোমার হামলে পড়ে ধেয়ে
টেরিয়ে দেখছোটা কি চেয়ে
ঠোঁটে ঠোঁটে মাখবো বোরোলীন, ও বাবলু দা
চাপ হলে মুখ ঘুরিয়ে নিন, ও বাবলু দা
মেয়ে তোমার অ্যাডাল্ট আছে ঠিক, ও বাবলু দা
নিজে নিজেরটা বুঝে নিক, ও বাবলু দা (২ বার)
বাবলু দা রে জল দে, নকুলদানা ফল দে
দে না ঢেলে বাকার্ডি, দেড় চামচে Glucon D
ঢ্যাঁড়সভাজা, রুটি, ঝাঁকিয়ে দে না booty
কাতলা মাছের মুড়ো, হলুদ-আদা গুঁড়ো
ও শ্বশুর দা, তোমার কিসের এত বলো ভয়
ও শ্বশুর দা, ও তো কচি খুকুটি নয়
আমায় পেলে বাঁচে, পিঠ দুলিয়ে নাচে
মনটা খুলে গল্প করে বেশ
ঝাম দিওনা গুরু, এই তো খেলা শুরু
মধ্যিখানে সব করো না শেষ
বলো কি সম্প্রদানে বাধা
মাল নয়, জ্যান্ত মানুষ দাদা
চাপ নেই বড্ড সখে আছে
তুমি যাও বৌদিসোনার কাছে
ঠোঁটে ঠোঁটে মাখবো বোরোলীন, ও বাবলু দা
চাপ হলে মুখ ঘুরিয়ে নিন, ও বাবলু দা
মেয়ে তোমার অ্যাডাল্ট আছে ঠিক, ও বাবলু দা
নিজে নিজেরটা বুঝে নিক, ও বাবলু দা (২ বার)
বাবলু দা লিরিক্স:
Janla diye ceye ceye
Bablu kaku tomar meye
Misti kore korlo rikoyes
Pisle gelam ami, Joriye khete hami
Duijonate korte gelam phest
Agun poros pelo benci
Abege kucake gelo genji
Meye tomar hamle pore dheye
Teriye dekhchota ki ceye
Thote thote makbo borolin, O bablu da
Chap hole mukh ghuriye nin, O bablu da
Meye tomar adyadalt ase thik, O bablu da
Nije Nijerta bujhe nik, O bablu da
Bablu da re jol de, nokuldana fol de
De na dhele bakardi der chamoche glucon