Bangla LyricsMahtim Shakib
Beche Thaka Baron Lyrics (বেঁচে থাকা বারণ) Mahtim Shakib
Beche Thaka Baron Lyrics (বেঁচে থাকা বারণ) Mahtim Shakib
Beche Thaka Baron Lyrics By Mahtim Shakib
Beche Thaka Baron Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mahtim Shakib. This Song lyric was Created By Bulbul Masud.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song: Beche Thaka Baron
Singer: Mahtim Shakib
Lyrics: Bulbul Masud
Tune: Rohan Raj
Music: Rohan Raj
Label: Sristy Multimedia
Beche Thaka Baron Song Lyrics In Bengali
যদি ঢেকে যায় এ মন
মেঘের আড়ালে
মরে যাবো আমি
তোমায় হারালে (২ বার)
তুমি ছাড়া অন্ধ আমি
অন্ধ আমার মন (২ বার)
তোমায় ছাড়া বেঁচে থাকা
একেবারে বারণ
তোমার জন্য এ জীবনে
এতো আয়োজন (২ বার)
কাজল দেওয়ার আয়না হবো
কাপড় রাখার আলনা হবো
ঘুমপাড়ানি গল্প দেবো
মেঘ সরিয়ে আকাশ দেবো (২ বার)
রাতদিন ঘুমহীন খুঁজি তোমায়
সুখ দুখ জুড়ে থাকো কল্পনায় (২ বার)
তুমি ছাড়া অন্ধ আমি
অন্ধ আমার মন (২ বার)
তোমায় ছাড়া বেঁচে থাকা
একেবারে বারণ
তোমার জন্য এ জীবনে
এতো আয়োজন (২ বার)
শীতের রাতের কাথা হবো
রোদ দুপুরের ছাতা হবো
ডাকপিয়নের চিঠি হবো
তোমার চুলের চিরুনি হবো (২ বার)
রাতদিন ঘুমহীন খুঁজি তোমায়
সুখ দুখ জুড়ে থাকো কল্পনায় (২ বার)
তুমি ছাড়া অন্ধ আমি
অন্ধ আমার মন (২ বার)
তোমায় ছাড়া বেঁচে থাকা
একেবারে বারণ
তোমার জন্য এ জীবনে
এতো আয়োজন (২ বার)
বেঁচে থাকা বারণ লিরিক্স – মাহতিম সাকিব
Jodi dheke jay a mon
Megher arale
More jabo ami
Tomay harale
Tumi chara ondho ami
Ondho amar mon
Tomay chara beche thaka
Ekebare baron
Tomar jonno a jibon
Ato ayojon
Kajol dewar ayna hobo
Kapor rakhar alna hobo
Ghumparani golpo debo
Megh soriye akash debo