Bangla Lyrics
Tomar Chowa Lyrics (তোমার ছোয়াতে) Belal Khan | Puja
Tomar Chowa Lyrics (তোমার ছোয়াতে) Belal Khan | Puja
Tomar Chowa Lyrics by Belal Khan and Puja
Tomar Chowa Lyrics Is Bangla Song. This Song Is Sung By Belal Khan and Puja. Music Composed by Belal Khan and Musfiq Litu. This Song Lyric AndTune was Created By Faisal Rabbikin And Belal Khan.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Tomar Chowa – তোমার ছোয়াতে
Singer : Belal Khan and Puja
Lyrics : Faisal Rabbikin
Tune & Music Composition : Belal Khan and Musfiq Litu
Album : Love Duet’S
Label : Laser Vision
Tomar Chowa Lyrics In Bengali
আকাশ নীলে মনের ভুলে
তোমার ছায়া খুঁজে যাই
ভিতর বাহির জুড়ে তুমি
আবেগী প্রেমে হারাই – ২ বার
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন – ২ বার
যখন এ মন শুণ্য ছিল
জীবনে ছিলনা কেউ
ঠিক তখনই তুমি এলে
এলো যে সুখের ঢেউ – ২ বার
যদি থাকো দূরে দূরে
দুচোখ ভিজে অশ্রু জলে
ভালোবেসে ধরলে দুহাত
কষ্ট যাই ভুলে
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন – ২ বার
তুমি থেকো পাশাপাশি
সারাটি জনম ভর
কখনো যেন না শেষ হয়
ভালোবাসার প্রহর – ২ বার
যদি থাকো দূরে দূরে
দুচোখ ভিজে অশ্রু জলে
ভালোবেসে ধরলে দুহাত
কষ্ট যাই ভুলে
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন – ২ বার
আকাশ নীলে মনের ভুলে
তোমার ছায়া খুঁজে যাই
ভিতর বাহির জুড়ে তুমি
আবেগী প্রেমে হারাই
তোমারই ছোঁয়াতে
কিযে হয় আলোড়ন
নীরবে গোপনে
রাঙালে এ ভুবন – ২ বার
তোমার ছোয়াতে লিরিক্স
Akash nile moner vule
Tomar chaya khuje jai
Vitor bahir jure tumi
Abegi preme harai.
Tomari chowate
Kije hoy Aloron
Nirobe gopone
Rangale a vubon.
Jokhon a mon shunno chilo
Jibone chilo na keu
Thik tokhoni tumi ele
Elo je sukher dheo.