Bangla Lyrics
Ashona Tumi Firiya Lyrics (আসোনা তুমি ফিরিয়া) F A Sumon
Ashona Tumi Firiya Lyrics (আসোনা তুমি ফিরিয়া) F A Sumon
Ashona Tumi Firiya Lyrics by F A Sumon
Ashona Tumi Firiya Lyrics Is Bangla Song. This Song Is Sung By F A Sumon. Music Composed by F A Sumon. This Song Lyric was Created By A D Pinob.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Ashona Tumi Firiya – আসোনা তুমি ফিরিয়া
Singer : F A Sumon
Lyrics : A D Pinob
Compose & Music : F A Sumon
Label : Antor Multimedia
Ashona Tumi Firiya Lyrics In Bengali
মন হারিয়ে হাত বাড়িয়ে
বসে আছি একা রে
অবুঝ মনের অবুঝ ডাকে
দাও না তুমি সাড়া রে
তুমি ছাড়া দিশেহারা মন
কান্না মেলে ডানা
শুনতে কি পাও হৃদয়ের ডাক
আসোনা তুমি ফিরিয়া
আসোনা ফিরিয়া
তুমি আসোনা ফিরিয়া
ফুল কাঁদে পাখি কাঁদে
কাঁদে নদীর জল
দমে দমে তোমার তরে
আমার আঁখি চঞ্চল
একটা মনের একটা আশা
শুধুই তোমার ভালোবাসা
শুনতে কি পাও হৃদয়ের ডাক
আসোনা তুমি ফিরিয়া
আসোনা ফিরিয়া
তুমি আসোনা ফিরিয়া
চোখ কাঁদে বুক কাঁদে
কাঁদে বোবা মন
ভালোবাসার দোষ দিলে
তুমি এ বুকে জ্বালাতন
একটা দেহে একটা জীবন
সেথায় তোমার আনাগোনা
শুনতে কি পাও হৃদয়ের ডাক
আসোনা তুমি ফিরিয়া
আসোনা ফিরিয়া
তুমি আসোনা ফিরিয়া
মন হারিয়ে হাত বাড়িয়ে
বসে আছি একা রে
অবুঝ মনের অবুঝ ডাকে
দাও না তুমি সাড়া রে
তুমি ছাড়া দিশেহারা মন
কান্না মেলে ডানা
শুনতে কি পাও হৃদয়ের ডাক
আসোনা তুমি ফিরিয়া
আসোনা ফিরিয়া
তুমি আসোনা ফিরিয়া
আসোনা তুমি ফিরিয়া লিরিক্স
Mon hariya haat bariya
Bose achi eka re
Abuj moner abuj dake
Dao na tumi sara re
Tumi chara disa hara mon
Kanna mele dana
Sunte ki pao hridoyer dak
Ashona tumi firiya
Ashona tumi firiya
Tumi ashona firiya