Bangla Lyrics
Faki Lyrics (ফাঁকি) F A Sumon | Baul Akayed
Faki Lyrics (ফাঁকি) F A Sumon | Baul Akayed
Faki Lyrics By F A Sumon And Baul Akayed
Faki Lyrics Is Bangla Song. This Song Is Sung By F A Sumon. Music Composed by F A Sumon. This Song Lyric And Tune was Created By Baul Akayed.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Faki – ফাঁকি
Singer : F A Sumon
Lyrics & Tune : Baul Akayed
Music : F A Sumon
Label : F A Sumon Official
Faki Lyrics In Bengali
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
ও তার ছিলো নাতো এমন কথা
বুকের মাঝে দিবে ব্যথা
তবে কি তার মনে ছিল
এমনও চালাকি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
ভাঙ্গা ডালায় ফুল ফোটে না
মরা গাছে পাতা
কেমন করে ভুইলা রইবো
আমি তাহার কথায় – ২ বার
আর কারে ডাকিবো আমি
সোঁনার ময়না পাখি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
অনেক আশায় ভালোবাসায়
দেখেছি যে সুখ
কঁপাল পোড়া এই অভাগার
ভরে ছিল বুক – ২ বার
সুখের হাঁসি কাইরা নিলি
দুঃখ কোথায় রাখি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
সোনারে দিয়াছে ময়না ফাঁকি
ফাঁকি গানের লিরিক্স
Sonare diyache moyna phaki
O tar chilo nato emon kotha
Buker majhe dibe bytha
Tobe ki tar mone chilo
Emon calaki
Bhanga dalay ful phote na
Mora gache pata
Kamon kore bhula rakbo
Ami tahar kothay
Ar Kare dakibo ami
Sonar moyna pakhi