Bangla Lyrics
Manlam Tumi Bhalobasoni Lyrics (মানলাম তুমি ভালোবাসোনি) Keshab Dey
Manlam Tumi Bhalobasoni Lyrics (মানলাম তুমি ভালোবাসোনি) Keshab Dey
Manlam Tumi Bhalobasoni Lyrics by Keshab Dey
Manlam Tumi Bhalobashoni Lyrics Is Bangla Movie Song. This Song Is Sung By Keshab Dey. Music Composed by Keshab Dey. This Song Lyric was Created By Badal Paul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Manlam Tumi Bhalobashoni – মানলাম তুমি ভালোবাসোনি
Lyrics : Badal Paul
Vocal And Music : Keshab Dey
Arrangement : Arnab Chowdhury And Anindya Biswas
Recording : Studio Music Planet
Direction & Story : Badal
Cinematography : Sayan
Edit : Mimo
Photoghraphy : Suman Tikadar
Music Lable : KD Entertainment
Manlam Tumi Bhalobasoni Lyrics In Bengali
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।
তবে মানছি আমি খারাপ ভীষণ
পারতে তুমি করতে শাসন
চাইলে আমি শুনে নিতাম
হাজার একটা বারণ।
না না এখানে নয় সবটুকু শেষ
হিসেবে অশেষ বাকি
আমি তারার দেশে হাজার তারার
মাঝেতে একাকী।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।
অবহেলায় হলেও আমায়
একটু রেখো মনে
স্মৃতি হয়েই রয়ে যাবো
তোমার সারাক্ষনে।
পোষা পাখি শেকল ভেঙে
দূর আকাশে ওড়ে
বেলাশেষে সন্ধ্যে আলোয়
মন একাকী পোড়ে।
এবার বোধহয় অসম্ভবের
ডাক দিয়েছে সময়
বেশ মানছি আমি অন্য কারো
কোলে সে আজ ঘুমোয়।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসোনি
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।
ভাবি আমি ছদ্ম নামে
আবার তোমায় ছোঁবো
নতুন কোনো গল্পে আবার
তোমার রাজা হবো।
গুছিয়ে রাখা আবেগ
গুলো যতটুকু আছে
বিদায়বেলায় সেসবটুকু
তোমায় দিয়ে যাবো।
ভাবনা শেষে স্বপ্ন ভাঙে
নতুন সকাল বেলায়
সব মেনে নেওয়া ছাড়া বোলো
কি আর আছে উপায়।
চলো মানলাম তুমি ভালোবাসোনি
মানলাম তুমি কাছে আসো নি
দাওনি আমায় নতুন করে
বেঁচে থাকার কারণ।
মানলাম তুমি ভালোবাসোনি লিরিক্স – কেশব দে
Cholo manlam tumi valobashoni
Manlam tumi kache ashoni
Daoni amay Notun kore
beche thakar karon
Tobe manchi ami kharap Vishon
Parte tumi korte sashon
Chaile ami sune nitam
hajar akta baron
Nana ekhane noy Sobtuku
sesh hiseb oses baki
Ami tarar deshe hajar
tarar majhete ekaki
Cholo manlam tumi bhalobashoni
Abohelai holeo amay
ektu rekho mone
Smriti hoyei roye jabo
tomar sarakhone
Posha pakhi sekol venge
dur akashe ore
Bela seshe sondhe
aloy mon ekaki pore
Ebar bodhhoy asombhober
daak diyeche somoy
Besh manchi ami onno karo
kole se aaj ghumoy
Cholo manlam tumi valobasoni