Bangla Lyrics

Shopner Cheyeo Modhur Lyrics (স্বপ্নের চেয়েও মধুর) Habib Wahid

Shopner Cheyeo Modhur Lyrics (স্বপ্নের চেয়েও মধুর) Habib Wahid

Shopner Cheyeo Modhur Lyrics (স্বপ্নের চেয়েও মধুর) Habib Wahid 

Shopner Cheyeo Modhur Lyrics by Habib Wahid

Shopner Cheyeo Modhur Lyrics Is Bangla Song. Cast : Monalisa. This Song Is Sung By Habib WahidMusic Composed by Habib Wahid. This Song Tune was Created By Habib wahid.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।


Song Details

Song – Shopner Cheyeo Modhur – স্বপ্নের চেয়েও মধুর
Singer – Habib wahid
Tune & Music Composition – Habib wahid
Cast – Monalisa
Genre – Modern
Label – Laser Vision
Shopner Cheyeo Modhur Lyrics In Bengali

স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি তা একা একা
সে স্বপ্নে আসে তবু
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আশায়।
দু’চোখ রাখা দূর বহুদূর
তার স্বপ্ন দেখে রাত চলে যায়
তারপর আসে ভোর
তারপর আমার ঘুম ভাঙে।
দেখি ব্যস্ততার শহর
অবিরাম ছুটে চলা
একা একা কথা বলা
কত কিছু বলে ফেলা।
তাকে ভালবেসে ফেলা
এ ভালবাসাতেই রোদ্দুর
তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়।
সোনালী রোদে ভরা
মেঘের আকাশ চাই না
তার স্বপ্নে আছে তারা
বেসেছি ভাল তাকে।
স্বপ্ন দেখার ফাঁকে
স্বপ্নের রং মেখে
মনেতে তার ছবি এঁকে
সে স্বপ্নের চেয়েও মধুর।
স্বপ্নে তার সাথে হয় দেখা
বসে বসে ভাবি তা একা একা
সে স্বপ্নে আসে তবু।
স্বপ্নের চেয়েও মধুর
তাকে পাবার আশায়
দু’চোখ রাখা দূর বহুদূর।
স্বপ্নের চেয়েও মধুর লিরিক্স

Shopne tar sathe hoy dekha
Boshe boshe vabi taa eka eka
Se shopne ashe tobu
Shopner Cheyeo Modhur
Taake pabar ashay
Duchokh rakha dur bohudur
Tar swapno dekhe raat chole jaay
Tarpor ashe bhor
Tarpor amar ghum vange
Dekhi beshtotar shohor
Obiram chutey chola
Eka eka kotha bola
Koto kichu bole fela
Taake valobeshe fela
E bhalobashatei roddur

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button