Bangla Lyrics
Dewana Lyrics (দেওয়ানা) Tanjib Sarowar
Dewana Lyrics By Tanjib Sarowar
Dewana Lyrics Is Bangla Song. This Song Is Sung By Tanjib Sarowar. Music Composed by Rezwan Sheikh. This Song Lyric And Tune was Created By Faisal Rabbikin And Rezwan Sheikh.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Dewana – দেওয়ানা
Singer: Tanjib Sarowar
Lyrics: Faisal Rabbikin
Tune & Music: Rezwan Sheikh
Label: Sangeeta
Dewana Song Lyrics In Bengali
অন্তরেতে রাখি তোরে
তুই কি রাখিস খোঁজ
ভালোবাসা চুপিসারে
বারে শুধু রোজ – ২ বার
মন যে মানে না
কথা যে শোনে না
ভাবে শুধু তোরই ভাবনা
মন বোঝেনা
বোঝেনা বোঝেনা রে
হয়েছে তোরই দেওয়ানা – ২ বার
হয়েছে তোরই দেওয়ানা
তোকে ছাড়া শূন্য আমি
শূন্য এ দুনিয়া
ভালোবেসে রাখিস বুকে
যাস না রে ছাড়িয়া – ২ বার
মন যে মানে না
কথা যে শোনে না
ভাবে শুধু তোরি ভাবনা
মন বোঝেনা
বোঝেনা বোঝেনা রে
হয়েছে তোরই দেওয়ানা – ২ বার
হয়েছে তোরই দেওয়ানা
এত ভালোবাসি তবু
থাকিস কেন দূরে
তোকেই শুধু চেয়েছি যে
হাজার মুখের ভিড়ে – ২ বার
মন যে মানে না
কথা যে শোনে না
ভাবে শুধু তোরি ভাবনা
মন বোঝেনা
বোঝেনা বোঝেনা রে
হয়েছে তোরই দেওয়ানা – ২ বার
হয়েছে তোরই দেওয়ানা
দেওয়ানা গানের লিরিক্স
Ontorete rakhi tore
Tui ki rakhis khoj
Valobasha chupisare
Bare shudhu roj
Mon je mane na
KOtha je shone na
Vabe shudhu tori vabona
Mon bojhe na
Bojhe bojhe na re
Hoyeche tori deowana
Toke chara shunno ami
Shunno a duniya
Valobese rakhis buke
Jas na re chariya