Bangla Lyrics

Tumi Shotti Hoyeo Kolpona Lyrics (তুমি সত্যি হয়েও কল্পনা) Mahtim Shakib

 Tumi Shotti Hoyeo Kolpona Lyrics (তুমি সত্যি হয়েও কল্পনা) Mahtim Shakib 

Tumi Shotti Hoyeo Kolpona Lyrics By Mahtim Shakib

Tumi Shotti Hoyeo Kolpona Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mahtim ShakibMusic Composed by Barenya Saha. This Song Lyric was Created By Somraj Das.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song : Tumi Shotti Hoyeo Kolpona – তুমি সত্যি হয়েও কল্পনা
Singer : Mahtim Shakib
Music : Barenya Saha
Lyricist : Somraj Das
Arrangers/Programmers : Dipesh Chakraborty
Mixed & Mastered : Debojit Sengupta

Tumi Shotti Hoyeo Kolpona Song Lyrics In Bengali

তোমার নামে সন্ধ্যে সাজে
বুঝবে কবে সই
কেউ না জানুক শহর জানে
শুধুই তোমায় চাই
মায়ার কাঁজলে আদুরে আঁচলে
খুশির চোখ যে মুছাই
তোমার গাল বেয়ে 
দুঃখ প্রেম হয়ে
অঝোরেই ঝরে যায়
তুমি সত্যি হয়েও কল্পনা
রূপকথারই যন্ত্রনা
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
মনটা বোঝেনা জুড়েছে বাহানা
মেঘলা দিনের আবছায়ায়
কথার ধুলো জমছে থাকে
না বলা গল্পেরা মুখ ফেরায়
চুপ অভিমানে এই ব্যবধানে
যদি ডাক নামে সে 
ডাকতো আমাকে
মুখচোরা কিছু স্মৃতিতে
শব্দদের বোবা মিছিলে
যদি বুঝত সেই কাছে 
টানত যে আমায়
তোমার নামে সন্ধ্যে সাজে
বুঝবে কবে সই
কেউ না জানুক শহর জানে
শুধুই তোমায় চাই
মায়ার কাঁজলে 
আদুরে আঁচলে
খুশির চোখ যে মুছাই
তোমার গাল বেয়ে 
দুঃখ প্রেম হয়ে
অঝোরেই ঝরে যায়
তুমি সত্যি হয়েও কল্পনা
রূপকথারই যন্ত্রনা
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
তবু থাকলে পাশে
দুঃখ ভুলে যাই
তুমি সত্যি হয়েও কল্পনা গানের লিরিক্স

Tomar name sandhye saje
Bujbe kobe soi
Keu na januk sahar jane
Sudhui tomay cai
Mayar kajole adure acole
Khusir cokh je muchai
Tomar gal beye 
dukho prem hoye
Ajhorei jhore jai
Tumi sotti hoye’o kolpona
Rupkotharai jontrona
Tabu thakle pase
Duhkha bhule jai

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button