Bangla Lyrics
Dube Dube Lyrics (ডুবে ডুবে) Tanjib Sarowar
Dube Dube Lyrics By Tanjib Sarowar
Dube Dube Lyrics Is Bangla Song. This Song Is Sung By Tanjib Sarowar. Music Composed by Sajid Sarkar. This Song Lyric And Tune was Created By Tanjib Sarowar.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Dube Dube – ডুবে ডুবে
Lyric, Tune & Voice: Tanjib Sarowar
Music: Sajid Sarkar
Label : Dhruba Music Station
Dube Dube Song Lyrics In Bengali
তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালোবাসবো না
দুরত্ব কি ভালোবাসা বাড়ায়
নাকি চলে যাওয়ার বাহানা বানায়
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
এটাকি ছেলেখেলা
আমার এই স্বপ্ন নিয়ে
চাইলে ভেঙে দেবে
গড়ে দেবে ইচ্ছে হলে
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো
বুলে দেবো চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরোনো
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ভোর না হতে হতে
তোমাকেই দেখার আশায়
শেষ ছবিটা দেখি বারে
বারে আহা! দেখি
আমি গোপনে ভালোবেসেছি
বাড়ি ফেরা পিছিয়েছে
তোমায় নিয়ে যাবো বলে
একবার এসে দেখো
এসে বুকে মাথা রেখো
বুলে দেবো চুলে রেখে হাত
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি
ডুবে ডুবে গানের লিরিক্স
Tumi na dakle asbo na
Kache na eshe valo vasbo na
Durotto ki bhalobasha baray
Naki chole jaowar bahana banay
Durer akash neel theke laal
Golpota purono
Dube dube bhalobashi
Tumi na bashleo ami bashi
Dube dube valobasi
Tumi na basleo ami basi
Ataki chelekhela
amar ai sopno niye
Chaile venge debe
gore debe icche hole
Ami gopone valobashechi