Bangla Lyrics
Pran Dio Juriye Lyrics (প্রাণ দিও জুড়িয়ে) S I Shahid | Priyonti
Pran Dio Juriye Lyrics By S I Shahid And Priyonti
Pran Dio Juriye Lyrics Is Bangla Song. This Song Is Sung By S I Shahid And Priyonti. Music Composed by Anik Sahan. This Song Lyrics And Tune was Created By S I Shahid.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Pran Dio Juriye – প্রাণ দিও জুড়িয়ে
Singer : S I Shahid & Priyonti
Lyric & Tune : S I Shahid
Music : Anik Sahan
Language : Bangla
Label : Agniveena
Pran Dio Juriye Lyrics In Bengali
এই হৃদয়ের সবটুকু প্রেম
দিলাম আমি উড়িয়ে
হাত বাড়িয়ে ইচ্ছে মতো
নিও তুমি কুড়িয়ে।
ছিলাম যখন একেলা
মন ছিলো মেঘলা
দিলে তুমি রাঙিয়ে।
তোমার আমার ভালোবাসা
যাবেনা ফুরিয়ে
ভালোবেসে এমনি করেই
প্রাণ দিও জুড়িয়ে।
তোমার আমার ভালোবাসা
যাবেনা ফুরিয়ে
ভালোবেসে এমনি করেই
প্রাণ দিও জুড়িয়ে।
দিনে দিনে বাড়ে মায়া
তোমারই জন্য শুধুই
তোমারই টানে যায় ছুটে মন
করেছো এ কোন যাদু।
দিনে দিনে বাড়ে মায়া
তোমারই জন্য শুধুই
তোমারই টানে যায় ছুটে মন
করেছো এ কোন যাদু।
ছিলাম যখন একেলা
মন ছিলো মেঘলা
দিলে তুমি রাঙিয়ে।
তোমার আমার ভালোবাসা
যাবেনা ফুরিয়ে
ভালোবেসে এমনি করেই
প্রাণ দিও জুড়িয়ে।
জীবন এতো সুখের হলো
তুমি আছো বলে
ধরেছি তোমার এই দুটি হাত
যেওনা দুরে চলে।
জীবন এতো সুখের হলো
তুমি আছো বলে
ধরেছি তোমার এই দুটি হাত
যেওনা দুরে চলে।
ছিলাম যখন একেলা
মন ছিলো মেঘলা
দিলে তুমি রাঙিয়ে।
তোমার আমার ভালোবাসা
যাবেনা ফুরিয়ে
ভালোবেসে এমনি করেই
প্রাণ দিও জুড়িয়ে।
তোমার আমার ভালোবাসা
যাবেনা ফুরিয়ে
ভালোবেসে এমনি করেই
প্রাণ দিও জুড়িয়ে।
প্রাণ দিও জুড়িয়ে গানের লিরিক্স
ei hridoyer sobtuku prem
dilam ami uriya
haat bariye iccha moto
nio tumi kuriye
chilam jokhon akela
mon chilo megla
dile tumi rangiye.