Bangla Lyrics
Neshar Ayna Lyrics (নেশার আয়না) Atif Ahmed Niloy
Neshar Ayna Lyrics By Atif Ahmed Niloy
Neshar Ayna Lyrics Is Bangla Song. This Song Is Sung By Atif Ahmed Niloy. Music Composed by AH Turjo. This Song Lyric And Tune was Created By Atif Ahmed Niloy.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Neshar Ayna – নেশার আয়না
Singer : Atif Ahmed Niloy
Lyrics :Atif Ahmed Niloy
Tune : Atif Ahmed Niloy
Music : AH Turjo
Label : Samsul Official
Neshar Ayna Song Lyrics In Bengali
আমার চিৎকার করে কান্না
তুমি এখন কি শোনো না
তোমায় ভুলে থাকারি বায়না
ভুলে যেতে চাই ভোলা যায় না (২ বার)
তুমি আয়না সেই আয়না
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না
যেখানে আমারে খুঁজে পাইনা (২ বার)
রোজ সকালে দুটি চোখে
ঝাপসা ঝাপসা লাগে
তোমার মুখটা ভেসে উঠে
স্মৃতি গুলো জাগে
রোজ নিশিতে আন্ধার ঘরে
ঘুম শুধু ভেঙে যায়
কে যানি হায় ডাকছে আমায়
আন্ধার দুনিয়ায়
তুমি আয়না সেই আয়না
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না
যেখানে আমারে খুঁজে পাইনা (২ বার)
কাঁদি আমি রোজ নিলিনা রে খোজ
কোন সুখে গেলি ভুলে
কি কারণে কোন দোষেতে
গেলি দূরে চলে
কেন এত আজ পরছে মনে
তোর দেওয়া সব কথা
কাটা হয়ে কথা গুলো
দিচ্ছে বুকে ব্যথা
তুমি আয়না সেই আয়না
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না
যেখানে আমারে খুঁজে পাইনা (২ বার)
আমার চিৎকার করে কান্না
তুমি এখন কি শোনো না
তোমায় ভুলে থাকারি বায়না
ভুলে যেতে চাই ভোলা যায় না
তুমি আয়না সেই আয়না
যেখানে আমার দেখা যায় না
তুমি আয়না সেই আয়না
যেখানে আমারে খুঁজে পাইনা (২ বার)
নেশার আয়না গানের লিরিক্স
Amar chitkar kore kanna
Tumi akhon ki shono na
Tomay vule thakari bayna
Vule jete chai vola jai na
Tumi ayna sei aina
Jekhane amar dekha jai na
Tumi aina sei ayna
Jekhane amare khuje paina
Roj sokale duti chokhe
Jhapsa jhapsa lage
Tomar mukhta vese uthe
Sriti gulo jage
Roj nishite andhar ghore
Ghum shudhu venge jay
Ke jani hay dakche amay
Andhar duniay