Bangla Lyrics
Bolte Deri Korona Lyrics (বলতে দেরি করোনা) Preetam Chakraborty
Bolte Deri Korona Lyrics By Preetam Chakraborty
Bolte Deri Korona Lyrics Is Bangla Song. This Song Is Sung By Preetam Chakraborty. Music Composed by Sudipto Paul. This Song Lyric And Tune was Created By Abhishek Bidehi Pandit.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Bolte Deri Korona – বলতে দেরি করোনা
Singer : Preetam Chakraborty
Lyrics & Tune : Abhishek Bidehi Pandit
Music Arrangement : Sudipto Paul
Direction : Koushik Mandal & Pobitra Pramanik
Cinematography : Saheb Rajak
Edit & Color : Pobitra Pramanik
Video Partner : Treasured Moments
Label : Asha Audio
Bolte Deri Korona Song Lyrics In Bengali
এই বৃষ্টি ভেজা রাতে
উদাস রাস্তাতে
তোমার হাত হাতে নিয়ে হাঁটছি।
এই রিমঝিমঝিম ছন্দে
তোমার সোঁদা গন্ধে
অনেকটা আনন্দে চোখ বুজছি।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এই শহর।
যদি পারো আরও আনো বাদল বাতাস
ভুলিয়ে দাও যন্ত্রনা হা-হুতাশ
যদি পারো আনো মেঘের সিংহাসন
থামিয়ে দাও নোংরা যত ভাষণ।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এ শহর।
থেকে যাও থেমে যাও
জড়িয়ে এভাবেই
এই ঝড় আমাদের
দুঃস্বপ্ন নেভাবেই।
থেকে যাও থেমে যাও
জড়িয়ে এভাবেই
এই ঝড় আমাদের
দুঃস্বপ্ন নেভাবেই।
বলতে দেরি করোনা
তুমি চাও আমাকেই চাও
আমায় অপেক্ষা করিয়ে
কি যে মজা পাও
বৃষ্টি থেমে এসেছে
ওই হলদে আলোর ঝড়
ওড়ায় চিন্তা ভাবনা
ওড়ায় গোটা এ শহর।
বলতে দেরি করোনা লিরিক্স – প্রীতম চক্রবর্তী
Ei brishti veja raate
udash rastate
Tomar haat haate niye hatchi
Ei rimjhimjhim chondde
TOmar soda gondhe
Onekta anonde chokh bujchi
Bolte deri korona
Tumi chao amakei chao
Amay opekkha koriye
Ki je moja pao
Brishti theme eseche
Oi holde aalor jhor
Oray chinta vabna
Oray gota ei shohor.