Bangla Lyrics
Amar Icche Kothay Lyrics (আমার ইচ্ছে কোথায়) Imran Mahmudul
Amar Icche Kothay Lyrics By Imran Mahmudul
Amar Icche Kothay Lyrics Is Bangla Song. This Song Is Sung By Imran Mahmudul. Music Composed by Imran Mahmudul. This Song Lyric And Tune was Created By Zulfiqer Russell And Imran Mahmudul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song: Amar Icche Kothay – আমার ইচ্ছে কোথায়
Singer: Imran Mahmudul
Lyrics: Zulfiqer Russell
Tune & Music: Imran Mahmudul
Album: Amar Icche Kothay
Label: Soundtek
Amar Icche Kothay Song Lyrics In Bengali
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়
পাশে থেকেও যেন
ভিন্ন চিলে কোঠায়
আমার ইচ্ছে কোথায়
আমার ইচ্ছে কোথায় (২ বার)
তোমার ইচ্ছেই তো সব
কারো কারো ইচ্ছে
হয়তো অনেক দামি
আমার গুলো শুধু
অযথা সংগ্রামী (২ বার)
তোমার ইচ্ছে থাকে
চোখের মনিকোঠায়
আমার ইচ্ছে কোথায়
আমার ইচ্ছে কোথায়
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়
পাশে থেকেও যেন
ভিন্ন চিলে কোঠায়
আমার ইচ্ছে কোথায়
আমার ইচ্ছে কোথায়
তোমার ইচ্ছেই তো সব
বেশী বেশী বলো
কি চেয়েছি কবে
একটু খানি দিলে কি
বা ক্ষতি হবে (২ বার)
পাবার আশায় আজো
আছি দাঁড়িয়ে ঠায়
আমার ইচ্ছে কোথায়
আমার ইচ্ছে কোথায়
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায়
পাশে থেকেও যেন ভিন্ন
চিলে কোঠায়
আমার ইচ্ছে কোথায়
আমার ইচ্ছে কোথায়
তোমার ইচ্ছেই তো সব
আমার ইচ্ছে কোথায় গানের লিরিক্স – ইমরান মাহমুদুল
Tomar Icche to shob
Amar Icche Kothay
Pashe theke-o jeno
vinno chilekothay
Amar Ichche Kothay
Karo karo icche
hoyto onek daami
Amar gulo shudhu
ojotha songrami
Tomar icche thake
chokher monikothay
Amar Ichche Kothay
Besi besi bolo
ki cheyechi kobe
Ektu khani dile
ki ba khoti hobe
Pabar ashay aajo
achi dariye thaai.