Bangla Lyrics
Hridoy Amar Lyrics (হৃদয় আমার) Porshi | Imran Mahmudul
Hridoy Amar Lyrics By Porshi And Imran Mahmudul
Hridoy Amar Lyrics Is Bangla Song. This Song Is Sung By Porshi. Music Composed by Imran Mahmudul. This Song Lyric And Tune was Created By Sohel Arman And Imran Mahmudul.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স এবং বাংলা মুভির প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Hridoy Amar – হৃদয় আমার
Singer : Porshi
Lyric : Sohel Arman
Tune & Composed by : Imran Mahmudul
Album : Porshi 3
Director : Sohel Arman
Produced by : A Colorkite Media Workstation Production
Language : Bangla
Label : Agniveena
Hridoy Amar Lyrics In Bengali
জানি পুড়ে যাবো
আমি তোমার প্রেমে
শ্রাবণ দিনের বর্ষায়
তবু মেঘের ডানায় উরবো আমি
কোমল রোদেও ইশারায় (২ বার)
হৃদয় আমার তোমার হলো
হারিয়ে ফেলনা যেন
হাত ছেড়োনা বন্ধু আমার
যত দূরে যাওনা কেন (২ বার)
তারা জ্বলা রাতে এক ফোটা চাঁদ
তোমায় দিলাম প্রিয়
রঙ্গিন হাওয়া রং মেখে কিছু
শুধু ভালোবেসে যেও
এমনের খুব গভীরে
ছুঁয়ে দেখ তুমি
শুধু অনুভবে শোনো
হৃদয় আমার তোমার হলো
হারিয়ে ফেলনা যেন
হাত ছেড়োনা বন্ধু আমার
যত দূরে যাওনা কেন
লাল আগুন ধরে খুব কাছে এসে
ঘুম ভাঙ্গিয়ে দিও
মন পাখি তুমি প্রেম হয়ে উড়ো
চিরসাথী করে নিও
এমনের খুব গভীরে
ছুয়ে দেখ তুমি
শুধু অনুভবে শোনো
হৃদয় আমার তোমার হলো
হারিয়ে ফেলনা যেন
হাত ছেড়োনা বন্ধু আমার
যত দূরে যাওনা কেন (২ বার)
হৃদয় আমার গানের লিরিক্স – ইমরান মাহমুদুল
Jani pure jabo ami tomar preme
srabona dine barsay
tobu megher danay urbo ami
komol rodeo isaray
Hridoy amar tomar holo
hariye philona jano
hat cherona bandhu amar
joto dure jao na keno.