Bangla Lyrics
Kicchu Lagena Bhalo Lyrics (কিচ্ছু লাগেনা ভালো) Anindita Authi
Kicchu Lagena Bhalo Lyrics By Anindita Authi
Kicchu Lagena Bhalo Lyrics Is Bangla Song. This Song Is Sung By Anindita Authi. Music Composed by Shovon Roy. This Song Lyrics And Tune was Created By Prosenjit Ojha And Shovon Roy.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Details
Song : Kicchu Lagena Bhalo – কিচ্ছু লাগেনা ভালো
Singer : Anindita Authi
Lyric : Prosenjit Ojha
Tune & Music : Shovon Roy
Label : Protune
Kicchu Lagena Bhalo Lyrics In Bengali
আমার আকাশে বৃষ্টি রিমঝিম
অলিগলি ডুবে একাকার
তোমার সাথে দেখা করার
উপায় খুঁজছি বার বার। (২ বার)
চোখের নরম কোলে
অভিমানী মন দোলে
তোমার স্পর্শ খুব দরকার।
আমার কিচ্ছু লাগেনা ভালো
কখন কি যে হলো
তোমাকে ছাড়া পুরোটা বেকার।
কি করে তুমি নিয়েছো সব,
আমার অধিকার
আমার বলে কিছু নেই আমার
আমার কিছু লাগে না ভালে
কখন কিযে হলো
তোমাকে ছাড়া পুরোটা বিকাল,
কি করে তুমি নিয়েছো সব আমার অধিকার
আমার বলে কিছু নেই আমার
হাওয়ায় যদি ভাসে তুলো
সত্যি করে তুমি বলো
সে কি আর থাকে,
নিজে নিজের ভিতর। (২ বার)
আমার মনও ঠিকই উড়ছে
তোমার সাথে সাথেই ঘুরছে
ঠিকানা বিহীন হৃদয়ের বন্দর
আমি সামলাতে চেয়েও পারিনি নিজেকে
তোমার কাছেই ছুটে গেছি কতবার।
আমার কিচ্ছু লাগেনা ভালো
কখন কি যে হলো
তোমাকে ছাড়া পুরোটা বেকার।
কি করে তুমি নিয়েছো সব
আমার অধিকার
আমার বলে কিছু নাই আমার।
আমার কিছু লাগে না ভালে
কখন কিযে হলো
তোমাকে ছাড়া পুরোটা বিকাল,
কি করে তুমি নিয়েছো সব, আমার অধিকার
আমার বলে কিছু নেই আমার
কিচ্ছু লাগেনা ভালো গানের লিরিক্স
Amar akase brishti rimjhim
Aligali dube ekakar
Tomar sathe dekha korar
Upay khuchi bare bar
Cokher narom kole
Abhimani mon dole
Amar kicchu lagena bhalo
Kakhon ki je holo
Tomake chara purota bekar
Ki kore tumi niyecho sob
Amar adhikar.