Bangla Lyrics

Bodhu Beshe Konna Jokhon Lyrics (বধু বেশে) Momtaz | Rathindronath Roy

Bodhu Beshe Konna Jokhon Lyrics (বধু বেশে) Momtaz | Rathindronath Roy 

Bodhu Beshe Konna Jokhon Lyrics By Momtaz And Rathindronath Roy From Hridoyer Bondhon

Bodhu Beshe Konna Jokhon Lyrics Is Bangla Hridoyer Bondhon Movie Song. This Song Is Sung By Momtaz And Rathindronath Roy. Music Composed by Shawkat Ali Emon. This Song Lyric was Created By Kabir Bakul.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Details

Song: Bodhu Beshe Konna Jokhon – বধু বেশে কন্যা যখন
Movie : Hridoyer Bondhon
Singer : Momtaz & Rathindronath Roy
Lyrics : Kabir Bakul
Music : Shawkat Ali Emon
Director : F. I. Manik
Producer : Mosharof Hossain Tula
Label : Anupam

Bodhu Beshe Konna Jokhon Song Lyrics In Bengali

খোদার আরোস হতে
এলো পয়গাম
দিতে হবে জোড়া বেধে
আজ দুটি নাম। 
আ আ আ আ 
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে। 
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে
ও..বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।
 
বন্ধু স্বজন সাক্ষী রয় 
একটি কবুল বলতে হয়
হায় আল্লা মিলায় যেনো দুটি মন
হায় আল্লা মিলায় যেনো দুটি মন। 
স্বপ্ন দেখে কনে বর
একটি সংসার একটি ঘর
হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন
হয়ে যায়রে দুটি হৃদয়ের বন্ধন। 
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। 
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।
ছোট্ট তোমার মামনী
বধূ সেজে এখনী
আজ দেখো পরের ঘরে চলে যায়
আজ দেখো পরের ঘরে চলে যায়। 
ভুলবে তাকে কি করে
অশ্রুতে চোখ যায় ভরে,
নিয়তির খেলা বোঝা বড়ো দায়
নিয়তির খেলা বোঝা বড়ো দায়। 
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন।
সম্পর্ক বদলে গেলো একটি পলকে
কে আপন কে যে পর হলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেন খুশির বন্যা বয়ে গেলো রে
বধু বেশে কন্যা যখন এলো রে
যেনো খুশির বন্যা বয়ে গেলো রে।
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন
হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন।
আ আ আ ও
বধু বেশে কন্যা যখন এলো রে গানের লিরিক্স

Bodhu beshe konna jokhon elo re
Jeno khushir bonna boye gelo re
Somporko bodle gelo ekti poloke
Ke apon ke je por buja holo re
Badhu bese konna jokhon elo re
Bondhu swajan sakkhi roy
Ektu kabul bolte hoy
Hay allah milay jeno duti mon
Jeno khusir bonna boye gelo re.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button