Islamic Song
Baner Jole Vashe Je Ghor Gojol Lyrics (বানের জলে ভাসে যে ঘর) Salman Sadi
Baner Jole Vashe Je Ghor Gojol Lyrics By Salman Sadi
Baner Jole Vashe Je Ghor Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Salman Sadi. This Song Lyric And Tune was Created By Salman Habib And Muhammad Badruzzaman.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song: Baner Jole Vashe Je Ghor – বানের জলে ভাসে যে ঘর
Singer: Salman Sadi
Lyric: Salman Habib
Tune: Muhammad Badruzzaman
Record Label: Holy Tune Studio
Sound Design: Khizir Muhammad
Label: Holy Tune
Baner Jole Vashe Je Ghor Gojol Lyrics In Bengali
উঠোন জুড়ে কালও ছিল গোল্লা ছটের চর
বানের জলে ভাসলো যে আজ বসত ভিটা ঘর
উঠোন জুড়ে কালও ছিল গোল্লা ছটের চর
বানের জলে ভাসলো যে আজ বসত ভিটা ঘর
আগলে রাখা সপ্ন ভাসে ভাসে সপ্ন ডানা
ভাসতে থাকা মানুষ জেনো নিথর কচুরিপানা
ভাসতে থাকা মানুষ জেনো নিথর কচুরিপানা
জলের উপর জলের নাচন আঁচড়ে পড়ে ঢেউ
কাঁদতে গিয়েও বানের ভয় জল লুকাচ্ছে কেউ
জলের উপর জলের নাচন আঁচড়ে পড়ে ঢেউ
কাঁদতে গিয়েও বানের ভয় জল লুকাচ্ছে কেউ
কোথায় যাবে মানুষগুলো আজ
কোথায় যাবে মানুষ বলো জানে না সে সাঁতার
জীবন গাঙ্গের দক্ষ নাবিক দেখছে অকুল পাথার
জীবন গাঙ্গের দক্ষ নাবিক দেখছে অকুল পাথার
যায়না দেখা আকাশও আজ মেঘের পর্দা টানা
কেমনে ডাকলে আসবে মদদ নেই তো কারো জানা
যায়না দেখা আকাশও আজ মেঘের পর্দা টানা
কেমনে ডাকলে আসবে মদদ নেই তো কারো জানা
তবুও মানুষ করুণ সুরে ডাকছে রবের নাম
আহাজারি জারি আছে পৌছেনা ফরমা
আগলে রাখা সপ্ন ভাসে ভাসে সপ্ন ডানা
ভাসতে থাকা মানুষ জেনো নিথর কচুরিপানা
ভাসতে থাকা মানুষ জেনো নিথর কচুরিপানা
ভাসতে থাকা মানুষ জেনো নিথর কচুরিপানা
বানের জলে ভাসে যে ঘর গজলের লিরিক্স
uthan jure kalo chilo
golla chother chor
baner jole vashe je
aaj bosot vita ghor
uthan jure kalo chilo
golla chother chor
baner jole vashe je
aaj bosot vita ghor.