Islamic Song
Peyara Nabi Gojol Lyrics (পেয়ারা নাবি) Nabil Adnan
Peyara Nabi Gojol Lyrics By Nabil Adnan
Peyara Nabi Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Nabil Adnan. This Song Lyric And Tune was Created By Nabil Adnan.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song title : Peyara Nabi – পেয়ারা নাবি
Lyric, Tune & Singer : Nabil Adnan
Producer & Director : Gazi Anas Rawshan
Presented By : Heaven Tune Nasheed Band
Record Label & Composition : Heaven Tune Studio Live
Sound Design: Salman Sadik Saif
Edit & GFX: Abir Hosen Tarek & Arifin Raju
Peyara Nabi Gojol Lyrics In Bengali
মনের পাতায় তোমার নাম, জবান জুরে তোমার সান
তোমার নামে পুস্প গ্রানে মন উতলা
হৃদয় অমার তোমার টানে দিশে হারা
তুমি মোর পেয়ার নবী, তুমি মোর ধেনের ছবি
তোমার প্রেমে তনমন পাগল পারা
তোমার পথে তোমার মতে
আমার জীবন দিলাম সপে
আমার চলা আমার বলা তোমার কথাই ডাকে
তুমি মোর ভালবাসা তুমি মোর আলোক দিশা
মনের পাতায় তোমার নাম, জবান জুরে তোমার সান
তোমার নামে পুস্প গ্রানে মন উতলা
শত শত জাতীর ভিরে শ্রেষ্ঠ মোর নবীজির উম্মত
সবার আগে একে একে পেয়ে যাবে মহান জান্নাত
তুমি মোর সকল আশা শুধুই তুমি ভরসা
তোমার রঙ্গেই জীবন সাজাই
মনের পাতায় তোমার নাম, জবান জুরে তোমার সান
তোমার নামে পুস্প গ্রানে মন উতলা
দরুদ জপি মনে মনে, তোমার স্বরন প্রানে প্রানে
হৃদয় আমার তোমার টানে দিশে হারা
পেয়ারা নাবি গজল লিরিক্স
moner patai tomar naam
joban jure tomar saan
tomar name puspo ghrane mon utola
hridoy amar tomar tane dishe hara
tumi mor peyara nabi
tumi mor dhener cobi
tomar preme tonmon pagol para.