Islamic Song
Biday Bela Gojol Lyrics (বিদায় বেলায়) Abu Raihan
Biday Bela Gojol Lyrics By Abu Raihan
Biday Bela Lyrics Is Bangla Gojol. This Song Is Sung By Abu Raihan. This Song Lyric And Tune was Created By Mohiuddin Noor.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Info
Song Name: Biday Bela – বিদায় বেলায় তুমি দিওগো দেখা হে প্রিয় রাসুল
Lyric & Tune: Mohiuddin Noor
Cover Singer: Abu Raihan
Cinematography : Alam Morshed
Record Label : Heaven Tune Studio Live
Biday Bela Gojol Lyrics In Bengali
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
কত নবী অলী ছিলো ধরার মাঝে
সবাই আপন নীরে চলে গেছে
আমিও তো পাবোনা ছাড়া
পৌছে যাবো জীবনের মহনায়
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
ছিলো কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাঝার
সে খবর আজও অজানা
আমিও তো চলে যাবো বেলা অবেলায়
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
কত বন্ধু সজন ছিলো জমিদারি
অপরুপা বঁধু যাবে সবাই ছাড়ি
মোরে গহিন কবরে ফেলে হায়
সেই মহা মছিবতে ভুলনা আমায়
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
তব দিদারে হব ধন্য তখন আমি
তব দিদারে হব ধন্য তখন আমি
শুন্য দেহ যখন লুটাবে ধুলায়
বিদায় বেলা
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয়ো রাসুল
বিদায় বেলায় তুমি দিওগো দেখা গজলের লিরিক্স – আবু রায়হান
biday bela
biday bela more diogo dekha
he priyo rashul
biday bela more diogo dekha
he priyo rashul
tobo didare hobo dhono tokhonami
tobo didare hobo dhono tokhonami.