Bangla Lyrics
Ami Jhumur Jhumur Rani Lyrics (আমি ঝুমুর ঝুমুর রানি) Miss Jhumur
Ami Jhumur Jhumur Rani Lyrics By Miss Jhumur
Ami Jhumur Jhumur Rani Lyrics Is Bangla Song. This Song Is Sung By Miss Jhumur. Music Composed by Gs. This Song Lyric was Created By Pampa Mahato.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Ami Jhumur Jhumur Rani – আমি ঝুমুর ঝুমুর রানি
Singer : Miss Jhumur
Director, Lyrics And Melodytist : Pampa Mahato
Music : Gs
Camera And Edit : Chinmoy
Producer : Mallik Mahata
Makeup Artist : Ishas Makeover
Music Lebel : Mallik Mahato Jhumur
Ami Jhumur Jhumur Rani Song Lyrics In Bengali
হো হো হো হো হো
হো হো হো লা লা লালা
লা লা লা লা
আমি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
আমি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি।
রসিকা মাদোলটা বাজা
রসিকা ধামোসা বাজা
রসিকা মাদোলটা বাজা
রসিকা ধামোসা বাজা
বাজারে ঢোল-কাহার-মনি ওও
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি।।
বাহারী বনফুল, হামার গহনা
ফুটফুটা চাঁদের আলো হামার উড়হনা
বাহারী বনফুল, হামার গহনা
ফুটফুটা চাঁদের আলো হামার উড়হনা।
মন হামার মাতাল মাতাল
জোড়া ঝুমকা সুহনী
ঝুমুরে মাতাবো হামি জানি
মন আমার মাতাল মাতাল
জোড়া ঝুমকা সুহনী
ঝুমুরে মাতাবো হামি জানি।
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি।
পাহাড়ি লদি বহে ঝিরিঝিরি ঝরনা
লুকালি তুই কোথায় বাসুরিয়া সজনা
পাহাড়ি লদি বহে ঝিরিঝিরি ঝরনা
লুকালি তুই কোথায় বাসুরিয়া সজনা।
মন হামার পাগল পাগল আর বাঁশি শুনি
ঝুমুরে মাতাবো হামি জানি
মন হামার পাগল পাগল আর বাঁশি শুনি
ঝুমুরে মাতাবো হামি জানি।
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি।
রসিকা মাদোলটা বাজা
রসিকা ধামোসা বাজা
রসিকা মাদোলটা বাজা
রসিকা ধামোসা বাজা
বাজারে ঢোল-কাহার-মনি ওও
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
হামি ঝুমুর ঝুমুর, ঝুমুর রানি
ঝুমুরে মাতাবো হামি জানি
ঝুমুরে মাতাবো হামি জানি
ঝুমুরে মাতাবো হামি জানি
ঝুমুরে মাতাবো হামি জানি।
আমি ঝুমুর ঝুমুর রানি গানের লিরিক্স
Ami jhumur jhumur rani
jhumure matabo hami jani
Rosika madolta baja
Rosika dhamosa baja
Bajare dhol kahar moni
Hami jhumur jhumur rani
jhumure matabo hami jani
Bahari bonoful hamar gohona
Futfuta chander aalo hamar urhona
Mon hamar matal matal
Jora jhumka suhuni
jhumure matabo hami jani
Pahari lodi bohe jhirijhiri jhorona
Lukali tui kothay basuriya sojona
Mon hamar pagol pagol aar banshi shuni
Jhumure matabo hami jani.