Bangla Lyrics
Bhalobasa Keno Emon Hoy Lyrics (ভালোবাসা কেন এমন হয়) Mahtim Shakib
Bhalobasa Keno Emon Hoy Lyrics By Mahtim Shakib
Bhalobasha Keno Emon Hoy Lyrics Is Bangla Song. This Song Is Sung By Mahtim Shakib. Music Composed by Shovon Roy. This Song Lyric And Tune was Created By Prosenjit Ojha And Shovon Roy.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Bhalobasha Keno Emon Hoy – ভালোবাসা কেন এমন হয়
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune And Music : Shovon Roy
Direction And Production : Protune Team
Cinematographer : Oup Ahmed
Label : Studio ProtuneBD
Bhalobasha Keno Emon Hoy Song Lyrics In Bengali
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায়না কোনদিন।
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায় না কোনোদিন।
হৃদয়ের টান
ছুটে চলে যেন নদী
সব কিছু পেয়েও
না পাওয়ার এক ব্যাধি – ২ বার
ভালোবাসা কেন
এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায় না কোনদিন।
বুকের ভেতর অচেনা ব্যথায়
ভারি থাকে দিনরাত
মনেতো পড়েনা কেউ কোনদিন
করেছে আঘাত – ২ বার
দিন যত যায় ততই যেন
বাড়তে থাকে ঋণ
ও দিন যত যায় ততই যেন
বাড়তে থাকে ঋণ।
ভালোবাসা কেন এমন হয় চিরদিন
যে যাকে ভালোবাসে
সে তাকে পায়না কোনদিন।
ভালোবাসা কেন এমন হয় গানের লিরিক্স – মাহতিম সাকিব
Bhalobasha Keno Emon Hoy Chirodin
Je jaake bhalobashe
Se taake paay na konodin
Hridoyer taane
Chutey chole jeno nodi
SObkichu peyeo
Na paowar ek beydhi
Buker bhetor ochena beythay
Bhari thaake din raat
Moneto pore na keu konodin
Koreche aghaat
Din joto jaay totoi jeno
Barte thake reen
Valobasha Keno Emon Hoy Chirodin
Je jake valobashe
Se taake paay na konodin.