Bangla Lyrics
Deeprohor Lyrics (দ্বিপ্রহর) Habib Wahid
Deeprohor Lyrics By Habib Wahid
Deeprohor Lyrics Is Bangla Song. This Song Is Sung By Habib Wahid. Music Composed by Habib Wahid. This Song Lyric was Created By Mir Shariful Karim Srabo.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Name : Deeprohor – দ্বিপ্রহর
Singer : Habib Wahid
Song Composed Produced And Arranged by : Habib Wahid
Lyrics : Mir Shariful Karim Srabon
Deeprohor Song Lyrics In Bengali
এখনো তুমি শুধু তুমি
আছো আমার বুকে
বীনা বাজিয়ে এখনো তুমি
ডেকে যাও আমায় দ্বিপ্রহর।
আমি কি শুনিনি জানিনি বুঝিনি
আমার প্রাণ তোমার পরশ পেতে কাঁদে
এখনো বিরহে
জানোনা কি ঘোর লাগা পথে হারিয়ে
খুঁজি তোমায় হারিয়ে অকারণ।
বলোনা কি শ্রাবন ধারা
বারি মেখে তবু আমায়
জড়াবে আবরণ।
চলোনা যাই দ্বীপ জ্বালাই
পথ থেকে পথে পথে দুধার
ফুলে সাজাই আবারো
এখনো তুমি শুধু তুমি
আছো আমার বুকে
বীনা বাজিয়ে এখনো তুমি
ডেকে যাও আমায় দ্বিপ্রহর।
আমি কি শুনিনি জানিনি বুঝিনি
আমার প্রাণ তোমার পরশ পেতে কাঁদে
এখনো বিরহে
জানোনা কি ঘোর লাগা পথে হারিয়ে
খুঁজি তোমায় হারিয়ে অকারণ।
দ্বিপ্রহর গানের লিরিক্স
Ekhono tumi shudhu tumi
Acho amar buke
Bina bajiye ekhono tumi
Deke jao amay Deeprohor
Ami ki shunini janini bujhini
Amar praan tomar porosh pede kande
Ekhono birohe
Janona ki ghor laga pothe hariye
Khuji tomay hariye okaron
BOlona ki shrabon dhara
Bari mekhe tobu amay
Jorabe aboron
Cholona jai deep jwalai
Poth theke pothe pothe dudhare
Phule sajai abaro.