Bangla Lyrics
Deshe Vala Koiben Kare Lyrics (দেশে ভালা কইবেন কারে) Aly Hasan
Deshe Vala Koiben Kare Lyrics By Aly Hasan And Siam Hawladar
Deshe Vala Koiben Kare Lyrics Is Bangla Song. This Song Is Sung By Aly Hasan. Music Composed by Sadi Vai & Shochi Shams. This Song Lyric And Tune was Created By Aly Hasan & Siam Hawladar.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Shonar Bangladesh (সোনার বাংলাদেশ)
Singer : Aly Hasan
Rap : Siam Hawladar
Lyric : Aly Hasan & Siam Hawladar
Tune : Aly Hasan
Music : Sadi Vai & Shochi Shams
Mix & Mastering : Sochi Shams
Cast : Aly Hasan, Siam Hawladar, Shafique Ahmed, Sadi Vai, Md. Maruf Akan, Ahmed Shuvo, Hanif Pagla & Nasir
Edit & Color : Studio Walli
Director & Dop : Nasimul Mursalin Shakkhar
Co-ordinated : Isha Khan Duray
Language : Bangla
Label : G Series
Deshe Vala Koiben Kare Song Lyrics In Bengali
দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ
ও নানা বেটারির চার্জ শেষ নাকি নিউ পাগলের ভেস
দেশে খারাপ আবার কেডা জেডা সবাইতো দরবেশ
যত চিটার বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোছ দাড়ি গজানোর আগে গজায়া জায় লেজ
বাঙাল নাই ঘরে খাইবো বেশি ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি দেশে রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দানা পিছদা জবাই করো তোমার খাশি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি
কাকি এখন তো আপাদতো দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি
ওগো শোনো শোনো দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন শোনেন দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি।
ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ
আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ,
আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই করা
নদী মাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যিকথা বলতে শুধু আপনি আমি খেছ
বাংলার ৮ টা বিভাগ আর 64 জেলা
সবাই থাকে ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা এইডা জানে উপরওয়ালা
আর খেলা যদি আনলিগেল হয় না খেলাই ভালা
তাইলে দরকারকি করার আলগা প্রেম
ফাও পিরিতে বদনাম বারে বারে ব্লেম
আচ্ছা তুমি দেশী আমি দেশি সেম টু সেম
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছনা গেম
হন কেউ আছে ভালো আবার কেউ আছে চিটার
কেউ আসছে বাটপার আবার কেউ আছে টিচার
এইডা মাইনা লইছিশ কমবেশি সবার মধ্যেই পেছ
এখন ভালো-মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ।
দেশে ভালা কইবেন কারে গানের লিরিক্স – আলী হাসান
deshe vala koiben kare
ahon sobar vitre pas
togo mooj dari gojanor
age gojaiye jai laaj
amar sonar bangladesh
deshe vala koiben kare
ahon sobar vitre pas
togo mooj dari gojanor
age gojaiye jai laaj
amar sonar bangladesh.