Bangla Lyrics

Ovimani Roddure Lyrics (অভিমানী রোদ্দুরে) Habib Wahid | Nandita | Operation Sundarban

Ovimani Roddure Lyrics (অভিমানী রোদ্দুরে) Habib Wahid | Nandita | Operation Sundarban 

Ovimani Roddure Lyrics By Habib Wahid And Nandita From Operation Sundarban

Ovimani Roddure Lyrics Is Bangla Song. This Song Is Sung By Habib Wahid And Nandita. Music Composed by Aamlaann Chakraabarty. This Song Lyric was Created BySanjukta Saha Mishu.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song : Ovimani Roddure – অভিমানী রোদ্দুরে
Singer : Habib Wahid And Nandita
Music director : Aamlaann Chakraabarty
Lyrics : Sanjukta Saha Mishu
Arrangment And programming : Bob sn
Mixing And Mastering : Rupojjwal majumder
Story, Screenplay And Directed by : Dipankar Dipon
DOP : Soumodipto Vicky Guin And Ramyadip Saha
Art Director : Tapas Sarkar
Editor : Md. Kalam
Produced By : RAB Welfare Co-operative Society Limited
Associate Producer : Fortune Group

Ovimani Roddure Song Lyrics In Bengali

অভিমানী রোদ্দুরে 
মেঘ জমেছে চুপ করে
খামখেয়ালি দিন জুড়ে 
রূপকথা মন যায় উড়ে। 
অভিমানী রোদ্দুরে 
মেঘ জমেছে চুপ করে
খামখেয়ালি দিন জুড়ে 
রূপকথা মন যায় উড়ে।
এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
মিঠে গল্প সাজায়। 
আ এলোমেলো হাওয়া
আলতো ভালোলাগা
তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। 
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই।
এলোমেলো হাওয়ায়
শুধু তুমি ছুঁয়ে যাও
ঝরে যাওয়া পাতায়
শুধু গল্প বুনে যাও। 
আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়। 
আ আমারি ঘুমঘোরে
স্মৃতিরা খেলা করে
ভাবছি শুধুই তোমায়। 
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই।
চোখের অভিমানে
নোনা জলে মিশে যাও
সুরের ভেজা মেঘে
তুমি বৃষ্টি হয়ে যাও। 
আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা বাড়িয়ে ধরো। 
আমায় ডেকে বলো
সন্ধ্যে হয়ে এলো
হাতটা একটু ধরো। 
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই
প্রেমেরই চাদরে আলসে আদরে
তুমি ছাড়া কেউ নাই। 
একমুঠো আদরে
চোখ ভরা কাজলে
হেরে যাওয়া আমি।
অভিমানী রোদ্দুরে গানের লিরিক্স

Obhimani roddure
Megh jomeche chup kore
Khamkheyali din jure
Rupkotha mon jaay ure
Elomelo hawa
Aalto bhalolaga
Mithey golpo sajay
Elomelo hawa
Aalto bhalolaga
Taake chuye chuye jaay
Premeri chadore aalse adore
Tumi chara keu nai
Elomelo haway 
sudhu tumi chuye jao
Jhore jaowa patay 
shudhu golpo bune jao
Amari ghumghore
Smritira khela kore
Vabchi shudhui tomay
Chokher obhimane
Nona jole mishe jao
Surer veja meghe
Tumi brishti hoye jao
Amay deke bolo
SOndhey hoye elo
Haat ta bariye dhoro
Ekmutho adore
Chokh bhora kajole
Here jaowa ami.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button