Bangla Lyrics
Shei Tumi Ke Lyrics (সেই তুমি কে) Tahsan Khan

Shei Tumi Ke Lyrics By Tahsan Khan
Shei Tumi Ke Lyrics Is Bangla Song. This Song Is Sung By Tahsan Khan. Music Composed by Tahsan Khan. This Song Lyric was Created By Tahsan Khan.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song : Shei Tumi Ke – সেই তুমি কে
Vocal, Music And Lyrics : Tahsan Khan
Music Arrangement : Sajid Sarkar
Shei Tumi Ke Song Lyrics In Bengali
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে
কোনো এক বৃষ্টি দিনে
সূর্য উঁকি দিলে
রংধনু খুঁজতে খুঁজতে
ভেসে যাবো মেঘের তুলিতে।
খালি পায়ে মেঠো পথে
বৃষ্টির সোঁদা গন্ধে হাত ধরে
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে
কোনো এক ছুটির দিনে
যখন আমি পিয়ানো দিয়ে
আমার সুরে নাচের মুদ্রায়
সেই তুমি কে
যার ছন্দের মুগ্ধতায়
কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে
সেই তুমি কে, সেই তুমি কে
কোনো এক ভোরে
ধোঁয়া ওঠা চায়ের কাপে
তোমার সাথে সকাল দেখবো
সেই তুমি কে
সেই তুমি কে গানের লিরিক্স – তাহসান খান
Kono ek bhore
Dhowa otha chaayer cup e
Tomar sathe sokal dekhbo
Sei tumi ke
Kono ek bristi dine
Surjo unki dile
Rongdhonu khujte khujte
Bhese jabo megher tulite
Khali paaye metho pothe
Bristir soda gondhe haat dhore
Kono ek chutir dine
Jokhon ami piyano diye
Amar sure nacher mudray
Shei tumi ke
Jaar chonder mugdhotay
Kete jaabe bakita jibon
Dhowa ota cha er cup e
Sei tumi ke.