Bangla Lyrics
Ore Priya Lyrics (ওরে প্রিয়া) Keshab Dey | Bengali Sad Song

Ore Priya Lyrics By Keshab Dey
Ore Priya Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Keshab Dey. Music Created by Keshab Dey. This Song Lyrics was Created By Badal Paul.
Song Details
Song – Ore Priya – ওরে প্রিয়া
Singer – Keshab Dey
Music – Keshab Dey
Lyrics – Badal Paul
Arrangements – Tapash Barman
Re Arrangement – Arnab Chowdhury
Flute – Swarajit
Mix & Mastering – Arnab Chowdhury
Vox Dub – Music Planet 2.O
Language : Bangla
Label : Keshab Dey
ওরে প্রিয়া গানের লিরিক্স – কেশব দে
তোর মনেতে সবই ছিলো
আমি ছিলাম না
তোর থেকে রোজ কষ্ট ছাড়া
কিছুই পেলাম না।
আমি পাগল বেঁধে ছিলাম
যাকে নিয়ে ঘর
সেই ঘরই আজ অন্য কারো
আমি শুধু পর।
তোর মনেতে সবই ছিলো
আমি ছিলাম না
তোর থেকে রোজ কষ্ট ছাড়া
কিছুই পেলাম না।
আমি পাগল বেঁধে ছিলাম
যাকে নিয়ে ঘর
সেই ঘরই আজ অন্য কারো
আমি শুধু পর।
যদি থাকতি কথা রাখতি
বল ক্ষতি কি হতো
যদি আসতি ভালোবাসতি
সব ব্যথা জুড়াতো।
আমি না পাওয়া এই গল্পগুলোই
তোকে খুঁজে পাবো
আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে
একলা থেকে যাবো।
আমি না পাওয়া এই গল্পগুলোই
তোকে খুঁজে পাবো
আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে
একলা থেকে যাবো।
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া।
স্বপ্ন ভাঙ্গা গল্পে আমায়
পড়বে মনে জানি
তুই খুঁজবি ঠিকই সেদিন আমায়
থাকবো না আর আমি।
স্বপ্ন ভাঙ্গা গল্পে আমায়
পড়বে মনে জানি
তুই খুঁজবি ঠিকই সেদিন আমায়
থাকবো না আর আমি।
তোর মিথ্যে ভালোবাসা আমায়
কষ্ট দেবে এতো
এত কাঁদবো তোকে ভালোবেসে
কখনো ভাবিনি।
যদি ডাকতি ফিরে আসতাম
আমি যেতাম না দূরে
পেলে কান্না বলি শোন না
আয় আবারো ফিরে।
আমি না পাওয়া এই গল্পগুলোই
তোকে খুঁজে পাবো
আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে
একলা থেকে যাবো।
আমি না পাওয়া এই গল্পগুলোই
তোকে খুঁজে পাবো
আর স্মৃতিগুলো জড়িয়ে নিয়ে
একলা থেকে যাবো।
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া
ওরে প্রিয়া ওরে প্রিয়া
Ore Priya Lyrics In Bengali
tor monete sobai chilo
ami chilam na
tor theke rooj kosto chara
kichui pelam na
ami pagol vedhe chilam
jake niye ghor
sei ghori aaj anno karo
ami sudhu por
tor monete sobai chilo
ami chilam na
tor theke rooj kosto chara
kichui pelam na
ami pagol vedhe chilam
jake niye ghor
sei ghori aaj anno karo
ami sudhu por.
ওরে প্রিয়া গানটি গেয়েছেন কেশব দে। মিউজিক তৈরি করেছেন কেশব দে। এই গানের কথা ও সুর তৈরি করেছেন বাদল পল।