Bangla Lyrics
Ja Hariye Jae Lyrics (যা হারিয়ে যায়) Anindya Chattopadhya | Amrita | Subho Bijoya
Ja Hariye Jae Lyrics By Anindya Chattopadhya And Amrita De From Subho Bijoya
Ja Hariye Jae Lyrics Is Bangla Shubho Bijoya Movie Song. This Song Is Sung By Anindya Chattopadhya And Amrita De. Music Composed by Aninda Chatterjee. This Song Lyric Was Created By Surojit Chatterjee.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Name : Ja Hariye Jae – যা হারিয়ে যায়
Film Name : Shubho Bijoya
Singer : Anindya Chattopadhya And Amrita De
Music Director : Aninda Chatterjee
Lyricist : Surojit Chatterjee
Story And Directed By : Rohan Sen
Screenplay And Dialogues : Rohan Sen And Anubhab Ghosh
DOP : Souvik Basu
Film Editor : Sayantan Nag
Art Direction : Ananda Addhya
Executive Producer : Mita Pal, Ayan Sengupta And Laltu Sinha
Sound Design And Film Mix : Anindit Roy And Adeep Singh Manki
Publicity Design : Join The Dots
Music label : Saregama India Ltd
Ja Hariye Jae Song Lyrics In Bengali
যে কথা আলোর কাছে থাকে
ছায়া এসে ঢেকে যাবে তাকে
হাওয়া দিলে স্মৃতি এলোমেলো
সাদা কালো ছবি ভেসে এলো।
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়।
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
মেঘে মেঘে ঝড়ো বৃষ্টিরা
পুরোনো কথার মতো ঝরে
অজুহাত অনাসৃষ্টিরা
মনে পড়ে খুব মনে পড়ে।
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়।
যে কথা হয়না বলা জোরে
যে স্মৃতি সতত ঘুমঘোরে
যে দালানে আদুরে মাদুরে
নক্সীকাঁথায় মনজুড়ে।
বুকের ভেতরে
পাখিরা এসেছে উড়ে উড়ে
বালিশ তোষকে
গল্পেরা হোক ভবঘুরে।
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়
যা হারিয়ে যায় হারিয়ে যায় ফিরে আয়।
যা হারিয়ে যায় গানের লিরিক্স
Je kotha aalor kache thake
Chaya eshe dheke jaabe taake
Hawa dile smriti elomelo
Sada kalo chobi bhese elo
Buker bhetore
Pakhira eseche ure ure
balish toshoke
golpera hok bhoboghure
Ja hariye jaay
Hariye jay phire aay
Meghe meghe jhoro brishtira
Purono kothar moto jhore
Ajuhat onasrishtira
Mone pore khub mone pore.