Bangla Lyrics
Maya Lyrics (মায়া) Sukanta | Chhuti Band
Maya Lyrics By Sukanta From Chhuti Band
Maya Lyrics Is Bangla Song. This Song Is Sung By Sukanta. Music Composed by Paritosh And Jiko. This Song Lyric And Tune was Created By Shams Mansoor Ghani.
যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।
Song Dtails
Song Title : Maya – মায়া
Band Name : Chhuti
Vocal : Sukanta
Drummer : Jiko
Keyboardist : Paritosh
Lead Guitarist : Suchayon And Joyotu
Bass Guitarist : Tanmoy And Amit
Lyrics And Tune : Shams Mansoor Ghani
Music Composition : Paritosh And Jiko
Studio Work : Noizemine
Sound Engineer : Shofiqul Islam
Cinematography : Md. Fahim
Maya Song Lyrics In Bengali
যতবার নিয়েছো কেড়ে হাসি
ভাঙা মন গাঢ় বেদনায়
আমিও একা পথে আসি
হলে হোক ভেজা চোখ হতাশায়।
মায়া ভাঙলো কোথায়
নিয়তি নিরুপায়
বৃথা এই অভিমানে দূরযাত্রা।
মনে পড়লো চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই
ভাবি আর না সে হবার না
আশা তাও বেঁচে রয়
স্বপ্নহারা নয়
প্রতিরোধ সহসা হারাই।
কতোবার গিয়েছো ফেলে একা
হাসিমুখ অপমান রেখে যায়
যদিও নিজেই ভালো থাকা
পিছুটান ব্যবধানটা মাড়ায়।
তবে ছন্দ কোথায়
কই আনন্দ পালায়
মায়া ভাঙলো কোথায়
নিয়তি অসহায়
বৃথা এই জমা ক্রোধের অতিমাত্রা।
মনে পড়লো চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই
ভাবি আর না সে হবার না
আশা তাও বেঁচে রয়
স্বপ্নহারা নয়
প্রতিরোধ সহসা হারাই
মনে পড়লো চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই
মনে পড়লো অশ্রুও ঝরলো
পুরনো আঘাতেই খোঁচাই
ভাবি আর না সে হবার না
আশা তাও বেঁচে রয়
স্বপ্নহারা নয়
প্রতিরোধ সহসা হারাই।
মায়া গানের লিরিক্স – সুকান্ত
Jotobar niyecho kere hasi
Vanga mon garoh bedonay
Amio eka pothe ashi
Hole hok veja chokh hotashay
Maya vanglo kothay
Niyoti nirupay
Britha ei obhimane durjatra
Mone porlo chepe dhorlo
Chena ghor abar phire pai
Vabi aar na se hobar na
Asha taao benche roy
Shopno hara noy
Protirodh sohosa harai
Kotobar giyechi fele eka
hasimukh opoman rekhe jaay
Jodio nijei bhalo thaka
Pichutaan bebodhan ta maray
Tobe chondo kothay
Koi anondo palay
Maya vanglo kothay
Niyoti oshohay
Britha ei joma krodher otimatra.