Bangla Lyrics

Mon Deuley Lyrics (মন দেউলে) Hridoy Khan | Raj Thillaiyampalam

Mon Deuley Lyrics (মন দেউলে) Hridoy Khan | Raj Thillaiyampalam 

Mon Deuley Lyrics By Hridoy Khan And Raj Thillaiyampalam

Mon Deuley Lyrics Is Bangla Song. This Song Is Sung By Hridoy Khan. Music Composed by Raj Thillaiyampalam. This Song Lyric was Created By Goonjohn Rahman.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Song Dtails
Song : Mon Deuley – মন দেউলে
Singer : Hridoy Khan
Lyrics : Goonjohn Rahman
Comoposed By : Raj Thillaiyampalam
Music Production : Thilina Boralessa
Guitars : Priyan Perera
Director, Editor And Colorist : Hridoy Khan
Video Production : HK Production

Mon Deuley Song Lyrics In Bengali

কি হবে এই সবই ছেড়ে 
যদি যাই চলে
তুমি কি সাথী হবে 
কাউকে কিছু না বলে
মন কেন যে মানে না 
কোন দোটানায় জানে না
রাত-দিন এ ভাবনায় 
আনচান হয়ে রয়। 
এই আমি কি সেই জন 
যার জন্য তুমি অপার
হাত ধরে যার সাথে 
সাত-দরিয়া পারো হতে পার। 
যখন আমি তোমার 
চোখের আড়ালে রই
আমার ছবি তোমার মন-দেউলে কই
এই রাত দিন আমার কেটে যায় 
তোমায় ভেবে
শ্রাবনে প্লাবন মন ভাসায় 
কখন তোমায় পাবে। 
আমি শুধু তোমাকে চেয়েছি 
আমার সকল ভাবনায়
তোমাকে না পেলে 
জীবনে কিছু নাই
রাত-দিন এ ভাবনায় 
আনচান হয়ে রই। 
এই আমি কি সেই জন 
যার জন্য তুমি অপার
হাত ধরে যার সাথে 
সাত-দরিয়া পারো হতে পার। 
যখন আমি তোমার 
চোখের আড়ালে রই
আমার ছবি তোমার মন-দেউলে কই
কি হবে এই সবই ছেড়ে 
যদি যাই চলে
তুমি কি সাথী হবে 
কাউকে কিছু না বলে
মন কেন যে মানে না 
কোন দোটানায় জানে না
রাত-দিন এ ভাবনায় 
আনচান হয়ে রয়। 
এই আমি কি সেই জন 
যার জন্য তুমি অপার
হাত ধরে যার সাথে 
সাত-দরিয়া পারো হতে পার। 
যখন আমি তোমার 
চোখের আড়ালে রই
আমার ছবি তোমার মন-দেউলে কই
মন দেউলে গানের লিরিক্স – হৃদয় খান

Ki hobe ei sobi chere
Jodi jai chole
Tumi ki sathi hobe
Kauke kichu na bole
Mon keno je mane na
Kon dotanay jaane na
Raat-din e vabonay
Aanchan hoye roy
Ei ami ki sei jon
Jaar jonney tumi opar
Haat dhore jaar sathe
Saat doriya paro hote paar
Jokhon ami tomar
Chokher arale roi
Amar chobi tomar mon deuley koi
Ei raat din amar kete jaay
TOmay vebe
Shrabone plabon mon bhasay
Kokhon tomay pabo
Ami shudhu tomake cheyechi
Amar sokol vabonay
TOmake na pele
Jibone kichu nai.

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button