Durbin Lyrics (দূরবীন) Taufiq Ahmed Priyo | Unish20
Durbin Lyrics By Taufiq Ahmed Priyo From Unish20
Durbin Lyrics Is a Bangla Unish20 Movie Song. This Song Is Sung By Taufiq Ahmed Priyo. Music Created by Sajid Sarkar. This Song Lyrics And Tune was Created By Shomeshwar Oli & Sajid Sarkar.
Song Details
Song: Durbin – দূরবীন
Lyrics: Shomeshwar Oli
Singer: Taufiq Ahmed Priyo
Music: Sajid Sarkar
Movie: Unish20
Tune: Sajid Sarkar
Label: Chorki
দূরবীন গানের লিরিক্স – তৌফিক আহমেদ প্রিয়
তোমাকে দেখার সেই দুরবীন
আমি হারিয়ে ফেলেছি প্রিয়
একাকী একার এই দুর্দিন
আমি মানিয়ে নিয়েছি প্রিয়
বারবার ঘুরেফিরে
একটি প্রশ্ন তোমাকে ঘিরে
আমার মনখারাপের পাশে নীরবে
কোনো একদিন তুমি বসে কি রবে।
তোমার সাথে যত কথা
আর গল্প শেষে মৌনতা
তোমার কি কিছু মনে নেই
সবই কি ছিল অযথা
মুখছবি আবছা নয়
স্মৃতিগুলো ঝাপসা নয়
জেগে আছো সগৌরবে। ঐ
তোমার আলো ছায়া ছেড়ে
একটু না হয় গেছি হেরে
এই মনখারাপের অসুখ
তুমি চাইলে যাবে সেরে
মুখছবি আবছা নয়
স্মৃতিগুলো ঝাপসা নয়
তুমি আছো তুমি রবে। ঐ
Durbin Song Lyrics in Bengali
দূরবীন গানটি গেয়েছেন তৌফিক আহমেদ প্রিয়। মিউজিক তৈরি করেছেন সাজিদ সরকার। এই গানের কথা ও সুর তৈরি করেছেন সোমেশ্বর অলি ও সাজিদ সরকার।