Bangla Lyrics

Shiri Lyrics (সিঁড়ি) Habib Wahid | Mir Shariful Karim Srabon

Shiri Lyrics (সিঁড়ি) Habib Wahid | Mir Shariful Karim Srabon

Shiri Lyrics By Habib Wahid And Mir Shariful Karim Srabon

Shiri Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Habib Wahid. Music Created by Habib Wahid. This Song Lyrics was Created By Mir Shariful Karim Srabon.

Song Details
Song : Shiri – সিঁড়ি
Singer : Habib Wahid
Song Composed, Produced & Arranged by Habib Wahid
Lyrics : Mir Shariful Karim Srabon
Label: Habib Wahid

সিঁড়ি লিরিক্স – হাবিব ওয়াহিদ

আমার ঘরের বাইশটা সিঁড়ি
পেরিয়ে তোমার দরজা
আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত
কেউ খোলে না দরজা
এই মেয়ে
একটি ছেলে এই যে এখানে
উঁকি দিয়ে তোমায় দেখে
তুমি কি দেখ না
এই মেয়ে
এই ছেলেটা 
তোমার জন্য 
রোজ সিঁড়িতে ওঠে নামে 
শব্দ শোন না
আমার ঘরের বাইশটা সিঁড়ি
পেরিয়ে তোমার দরজা
আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত
কেউ খোলে না দরজা
দরজায় লেখা তোমার বাবার নাম
আমার মুখস্ত
কান পেতে থাকি তোমার নামটা জানি না
রহস্য ধরি কোনো  ফুলের নামে
তোমার নামটা হবে
পৃথিবীর বুকে কত ফুল ফোটে
তোমার গন্ধ আমার বুকে
এই মেয়ে
এই ছেলেটা
তোমার চুলের গন্ধ বুকে
মনে মনে ভেবে ফেরে 
একদিন তুমি হাতে হাত দেবে হাতে 
এই স্বপ্ন দেখে তার দু চোখে
আমার ঘরের বাইশটা সিঁড়ি
পেরিয়ে তোমার দরজা
আমি সিঁড়ি বেয়ে বেয়ে ক্লান্ত
কেউ খোলে না দরজা
এই মেয়ে
একটি ছেলে এই যে এখানে
উঁকি দিয়ে তোমায় দেখে
তুমি কি দেখ না
এই মেয়ে
এই ছেলেটা
তোমার জন্য রোজ সিঁড়িতে ওঠে
নামে শব্দ শোন না

Shiri Lyrics In Bengali

amar ghore baista shiri
periye tomar dorja
ami shiri beye beye klanto
keu kholo na dorja
ei meye
ekti chele ei je ekhane
uki diye tomai dekhe
tumi ki dekho na.
সিঁড়ি গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। গানটির সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ। গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ

banglalyrics26.com

Banglalyrics26.com A song lyrics website. On this site, you can browse and view the latest Bengali song lyrics. We try to add YouTube videos to each post for a better experience. So you can listen and sing the song.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button