Bangla Lyrics
Tar Dekha Na Peye Lyrics (তার দেখা না পেয়ে) Minar Rahman

Tar Dekha Na Peye Lyrics by Minar Rahman
Tar Dekha Na peye Lyrics Is Bangla Kothay Khuji Tare Natok Song. Cast : Musfiq R Farhan, Tanjin Tisha. This Song Is Sung By Minar Rahman. Music was Created by Rezwan Seikh. This song lyrics was Created by M A Alam Shuvo.
Song Dtails
Song : Tar Dekha Na peye
Singer : Minar Rahman
Lyrics : M A Alam Shuvo
Music : Rezwan Seikh
Drama : Kothay Khuji Tare
Direction : Mahmud Mahin
Producer : Tanvir Mahmood
Cast : Musfiq R Farhan, Tanjin Tisha
Label : Sultan Entertainment
তার দেখা না পেয়ে লিরিক্স – মিনার রহমান
ব্যাথার সমুদ্রে আমায় ভাসিয়ে
সাতরে সে একা হয়েছে পার
দুচোখ যেদিকে যাবে দুপা বাড়িয়ে
তেপান্তর পেরিয়ে সন্ধানে তার।
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
কোথায় বলো খুঁজি তারে।
হো হো ও ও হো হো হো..
হো হো ও ও হো হো হো..
হো হো ও ও হো হো হো..
হো হো ও ও হো হো হো..
জলেনা সেই আলো আমারি শহরে
সে থামেনি পথে দেখেনি আর ফিরে
জমা অভিমান গুলো বাতাসে উড়ে
তাকে নিয়ে হারায় অন্য শহরে,
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
কোথায় বলো খুঁজি তারে।
কল্পনার রাত গুলো তার মনে কি পড়ে
জোসনাই হেটেছি তার হাত ধরে
পুরনো সৃতি গুলো চোখে ভিড় করে
সে তো ডাকেনা আর প্রিয় নাম ধরে,
তার দেখা না পেয়ে আমি খুব ক্লান্ত
বুকে জড়িয়ে আবার হতে চাই শান্ত
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
ফিরবোনা নিড়ে হারায় যদি আধারে
কোথায় বলো খুঁজি তারে,
কোথায় বলো খুঁজি তারে।
Tar Dekha Na Peye Lyrics In Bengali
bethar somudre amai vashiye
satre se eka hoeche par
du chookh jedike jabe dupa bariye
tepantor periye sondhane tar.
tar dekha na peye ami khub kilanto
buke joriye abar hote chay shanto
firbona nire harayy jodi adhare
kothay bolo khuji tare
firbona nire harayy jodi adhare
kothay bolo khuji tare
kothay bolo khuji tare.