Bangla Lyrics
Tumi Arekbar Ashiya Lyrics (তুমি আরেকবার আসিয়া) Animes Roy

Tumi Arekbar Ashiya Lyrics By Animes Roy
Tumi Arekbar Ashiya Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Animes Roy And Rabindranath Roy. Music Created by Emon Saha. This Song Lyrics was Created By Gazi Mazharul Anwar.
Song Details
Song : Tumi Arekbar Ashiya – তুমি আরেকবার আসিয়া
Lyrics : Gazi Mazharul Anwar
Music Composer : Alauddin Ali
Originaly Sung by : Rabindranath Roy
Singer : Animes Roy
Music Arrangement : Emon Saha
Directed by : Rashid Khan
Label : IPDC আমাদের গান
তুমি আরেকবার আসিয়া গানের লিরিক্স – অনিমেষ রায় এবং রবীন্দ্রনাথ রায়
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
না পারিলাম বাচঁতে আমি
না পারিলাম মরতে
না পারিলাম পীরিতের ওই
সোনার পাখি ধরতে।
আমি এ কূল থেকে ও কূল গেলাম
ঘাটে ঘাটে চোখ রাখিলাম
আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
না বাঁধিলাম ডাঙাতে ঘর
না ডুবিলাম জলে
না পাইলাম কূল কারো মনে
না ভাসলাম অকূলে।
তোমায় নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
নাইবা পেলাম এই জনমে
সঙ্গী হবো তোমার সনে
সকল বান্ধন ছিঁড়া যখন ওই পারেতে যাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া।
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে একবার কাঁদতে চাই।
পোড়া বুকে দারুণ খরা
চোখের পানি চোখে নাই
আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
তুমি আরেকবার আসিয়া
যাও মোরে কান্দাইয়া
আমি মনের সুখে
একবার কাঁদতে চাই।
Tumi Arekbar Ashiya Lyrics In Bengali
Tumi Arekbar Ashia
Jao more kandaiya
Ami moner sukhe ekbar kandte chai
Pora buke darun khora
Chokher pani chokhe nai
Tumi Arekbar Ashiya
Jao more kandaiya
Na parilam banchte ami
Na parilam morte
Na parilam piriter oi
Sonar pakhi dhorte
Ami e kul theke o kul gelam
Ghate ghate chokh rakhilam
Ashay ashay chilam jodi tomar dekha pai
Tumi Arekbar Ashiya
Jao more kandaiya
Na badhilam dangate ghor
Na dubilam jole
Na pailam kul karo mone
Na bhaslam okule
Tomay naiba pelam ei jonome
Songee hobo tomar sone
Sokol bandhon chira jokhon oi parete jai
Tumi Arekbar Asiya
Jao more kandaiya.
তুমি আরেকবার আসিয়া গানটি গেয়েছেন অনিমেষ রায় এবং রবীন্দ্রনাথ রায়। মিউজিক তৈরি করেছেন ইমন সাহা। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।