Bangla Lyrics
Bichar Lyrics (বিচার) Anupam Roy | Adrishyo Nagordolar Trip

Bichar Lyrics By Anupam Roy From Adrishyo Nagordolar Trip
Bichar Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anupam Roy. Music Created by Anupam Roy. This Song Lyrics was Created By Anupam Roy.
Song Details
Song : Bichar – বিচার
Album : Adrishyo Nagordolar Trip
Music, Lyrics and Vocals : Anupam Roy
Guitar : Bodhisattwa Ghosh
Bass guitar : Mainak Nag Chowdhury
Cajon, shakers : Ratul Shankar
Recorded by : Ananjan Chakraborty
Artwork and animation : Yamini Sujan
বিচার গানের লিরিক্স – অনুপম রায়
পৃথিবীর ইতিহাস দেবতার ইতিহাস
রাজাদের ইতিহাস গো
পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস
শোষণের ইতিহাস গো।
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো রে
প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো।
বিচার তো কোনও দিনই হবে না হবে না
বিচার তো কোনও দিনই হবে না
বিচার তো কোনও দিনই হবে না হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।
পৃথিবীর ইতিহাস পুরুষের ইতিহাস
মালিকের ইতিহাস গো
মালিক যা পারে তা তুমি তা পারবে না
এ কথা মেনে নাও গো।
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না
মাওবাদী বলছো যাকে সে তো
মাও-কে চেনেই না
রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সে তো প্রাণে না।
বিচার তো কোনও দিনই হবে না হবে না
বিচার তো কোনও দিনই হবে না
বিচার তো কোনও দিনই হবে না হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।
এলো বান এলো রে গেল সব গেল রে
এবার কি হবে মানুষের
ভগবান ভগবান ডাকে সব পালোয়ান
ভগবান কোথায় গেল রে
রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না
রাষ্ট্র পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না
রাজারা সব রকেট চেপে অন্য গ্রহে পালাবে
তুমি ফ্যালফ্যাল করে তাকাবে।
বিচার তো কোনও দিনই হবে না হবে না
বিচার তো কোনও দিনই হবে না
বিচার তো কোনও দিনই হবে না হবে না
জাস্টিস বলে কিছু পাবে না।
Bichar Lyrics In Bengali
Prithibir itihas debotar itihas
Rajader itihas go
Prithibir itihas juddher itihas
Shoshoner itihas go
Raja thake singhashone bose
Sadharon manush angul choshe
Onnay dekhle tumi chokh dheke rakho re
Protibaad korle tumi jail er vetor thako
Bichar toh konodini hobe na hobe na
Bichar toh kono dini hobe na
justice bole kichu pabe na
Prithibir itihas purusher itihas
Maliker itihas go
Malik ja pare taa tumi taa parbe na
E kotha mene nao go
Ami kono ponthi hote chai na
Dekhi ami democracy er aayna
Maobadi bolcho jaake se toh
Mao ke chenei na
Rastrer guli kheye bachbe
se toh praane na
Elo baan elo re gelo sob gelo re
Ebar ki hobe manusher
Bhogoban Bhogoban daake sob paloyan
Bhogoban kothay gelo re
Bichar toh konodini hobe na hobe na.
বিচার গানটি গেয়েছেন অনুপম রায়। মিউজিক তৈরি করেছেন অনুপম রায়। এই গানের কথা ও সুর তৈরি করেছেন অনুপম রায়।